Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বাদশ বিপিএল
নোয়াখালীর বিপক্ষে ১৭৪ রানে থামল চট্টগ্রাম

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ২২:০২

পাকিস্তানের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলা মির্জা বেগ ওপেনিংয়ে নেমে আউট হয়েছেন ইনিংসের শেষ বলে। তবে লম্বা সময় ব্যাটিং করলেও মির্জা বেগের ইনিংসটা ঠিক টি-টোয়েন্টি সুলভ ছিল না! অন্য ব্যাটাররাও তেড়ফুঁড়ে ব্যাটিং করতে ব্যর্থ। অধিনায়ক শেখ মাহেদি শেষ দিবে ঝড়ো একটা ইনিংস খেললেন বলে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং একটা স্কোর গড়েছে চট্টগ্রাম রয়েলস।

দ্বাদশ বিপিএলের দ্বিতীয় ম্যাচে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে শেষ পর্যন্ত ১৭৪ রানে খেমেছে চট্টগ্রাম। পুরো ইনিংস ব্যাটিং করা পাকিস্তানি ব্যাটার মির্জা বেগ ৬৯ বল খেলে ৮০ রান করেছেন। স্ট্রাইকরেট মাত্র ১১৫.৯৪! শেষ দিকে দুইশ স্ট্রাইকরেটে শেখ মাহেদি ২৬ রান করে দলের স্কোরটাকে শক্ত একটা জায়গায় নিয়ে গেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ ডিনেস্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে চট্টগ্রামের শুরুটা ভালো হয়নি। কোটি টাকা দামের ওপেনার নাঈম শেখ সুবিধা করতে পারেননি। ওপেনিংয়ে নেমে ১১ বলে ১১ রান করে ফিরেছেন। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ মাহফিজুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়ও।

তবে অপর প্রান্তে উইকেট আগলে ধরে ছিলৈন মির্জা বেগ। শেষ দিকে তাকে নিয়ে ঝড় তোলেন মেহেদি। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছে চট্টগ্রাম। মির্জা বেগ ৬৯ বলে ৮০ রান করতে চার মেরেছেন ৭টি, ছক্কা ২টি। শেখ মাহেদি ১৩ বলে ২৬ রান করেছেন ৩টি চার ১টি ছয়ের মারে।

নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের হয়ে দুটি উইকেট নিয়েছেন সাব্বির হোসেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর