বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর মাঠে গড়িয়েছে আজ। উদ্বোধনী দিনে দুটি খেলা মাঠে গড়াচ্ছে। এবারের বিপিএলের শুরুটা হয়েছে সিলেটে। সেখান থেকে বিপিএল যাবে চট্টগ্রামে, তারপর ঢাকায়। এদিকে, সিলেটে বিপিএলের উদ্বোধনী দিনে কানায় কানায় পরিপূর্ণ গ্যালারি।
মাঠের বাহিরের নানান বিতর্ক নিয়ে শুরু হয়েছে বিপিএল। তবে সেসব বিতর্ক যে মাঠের ক্রিকেট বিষয়ে দর্শকদের খুব বেশি অমনোযোগী করতে পারেনি সেটা দর্শকদের উপস্থিতিতেই বুঝা যায়। স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ হওয়ার আরেকটি কারণ আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হিসেব মতে, প্রথম দিনের খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছেন প্রায় ১৮ হাজার দর্শক।
শুক্রবার জুমার দিন দিনের প্রথম খেলা মাঠে গড়িয়েছে বিকেল ৩টায়। খেলা শুরু হওয়ার আগ থেকেই গ্যালারিতে দর্শক উপস্থিত ছিল। সময় বাড়ার সঙ্গে সঙ্গে গ্যালারী কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। মাঠের ভেতরের পাশাপাশি দর্শকদের উন্মাদনা ছিল স্টেডিয়ামের বাহিরেও।
বিপিএল গভর্নিং বডির একটি সূত্র জানিয়েছে, উদ্বোধনী দিনের টিকিট আগেই প্রায় সব শেষ হয়ে গিয়েছিল। উদ্বোধনী দিনে স্টেডিয়ামপাড়ায় কোনো বিশৃঙ্খলাও দেখা যায়নি। সব মিলিয়ে স্বাচ্ছন্দেই গ্যালারিতে হাজির হতে পেরেছেন দর্শকরা।