সবকিছু ঠিক থাকলে ২৬ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হওয়ার পর বিপিএলের এটা প্রথম আয়োজন। প্রথম বিপিএলে দুই লক্ষ্যের কথা জানালেন বিসিবির সভাপতি। সুষ্ঠভাবে বিপিএল আয়োজন সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি, বিসিবি সভাপতির লক্ষ্য এই দুটি।
আসন্ন বিপিএলে লক্ষ্য কি? এমন প্রশ্নে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘দুটি লক্ষ্য এবার বিপিএলের— একটা হচ্ছে একটা সুষ্ঠ এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা, সাথে সাথে আপনারা জানেন যে বিপিএলের পরেই আমাদের টি-টোয়েন্টি আইসিসি বিশ্বকাপ আছে সেটার জন্য আমরা সরাসরি প্রস্তুতি না হলেও এই ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারব।’
প্রায় প্রতিবারই বিতর্ক আর বিপিএল যেন একে অপরের সঙ্গী। এবারও আলোচনা-সমালোচনা কম হয়নি। তবে বড় কোনো বিতর্ক যাতে না উঠে স্বাভাবিকভাবেই সেদিকে বাড়তি নজর বিসিবির।
বিসিবি সভাপতি বললেন, ‘আমাদের কাজ হচ্ছে খেলা পরিচালনা করা। আমাদের কাজ হচ্ছে খেলাটা মাঠে খেলা সুন্দরভাবে যেন আমরা আয়োজন করতে পারি। আমাদের অনেক স্টেকহোল্ডার আছে, আমাদের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী যে ডিপার্টমেন্টগুলো আছে শ্রদ্ধার সাথে তাদের যে অবদান সেটা আমরা অনুসরণ করছি এবং তাদের নির্দেশ আমরা অনুসরণ করছি। পরিস্থিতি অনুযায়ী আমরা ওই নির্দেশ অনুযায়ী কাজ করব। তবে আমরা সব জায়গায় আমরা আমাদের সূক্ষ্ম দৃষ্টি রাখছি।’
‘এখনো তো বিপিএল শুরুই হয়নি। এখানে আমাদের কিছু ভূমিকা থাকে, ফ্র্যাঞ্চাইজির কিছু ভূমিকা থাকে। তো বিপিএল গভর্নিং কাউন্সিল যেটা আমাদের আছে, সেটা আমরা অনুসরণ করছি এবং দেখছি। তবে ফ্র্যাঞ্চাইজিদের যে ভূমিকা আছে সেই ভূমিকাগুলো তাদের নজর করা উচিত এবং তাদেরকে সেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে।’- যোগ করেছেন বিসিবি সভাপতি।
ছয় দলের এবারের বিপিএল হবে তিন ভেন্যুতে। ২৬ তারিখ প্রথম পর্বটা হবে সিলেটে। সেখান থেকে চট্টগ্রামে যাবে বিপিএল, তারপর ঢাকায়। ঢাকাতে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ২৩ জানুয়ারী।