Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল শুরুর দিনে ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ২০:৪১

সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। টুর্নামেন্ট শুরুর আগেই নানান কারণে আলোচিত-সমালোচিত বিপিএল। শোনা যাচ্ছিল, বেশ ধুমধাম করে হবে বিপিএলের উদ্বোধনী আনুষ্ঠান। পরে সেটা বাতিল করা হয়। এবার ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের তথ্য জানানো হলো।

২৬ ডিসেম্বর বিপিএল শুরুর দিনই ছোট পরিসরে বিপিএলের উদ্বোধনী আনুষ্ঠান আয়োজন করা হবে- এমন কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার আহমেদ মিঠু।

সোমবার (২২ ডিসেম্বর) মিরপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা সবাই জানি পরিস্থিতি একটু চ্যালেঞ্জিং। প্রতিটি ঘণ্টায় পরিকল্পনা বদলাতে হচ্ছে। ২৪ ডিসেম্বর যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান করতে পারিনি, ২৬ তারিখ ম্যাচের দিন ছোট করে করব। বাংলাদেশ দল (টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে) চলে যাবে জানুয়ারির শেষে। আমাদের সূচিতে হাত দেওয়ার সুযোগ নেই। সুতরাং ২৬ তারিখে শুরু করে, ছোট করে ওপেনিং সিরিমনি করব। আবার সেদিন শুক্রবার। ২টা ১৫–তে শুরু করতে হবে, তাই খেলা ৩টায় করে দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

উদ্বোধনীতে কী কী থাকছে তার একটা ধারণাও দিয়েছেন ইফতেখার আহমেদ। বলেছেন, ‘মাঝখানে কিছু সেলিব্রেট করা হবে। এমনি তো ওপেনিংয়ে যেটা হয়, প্রেসিডেন্ট ও স্পোর্টস সেক্রেটারি ওপেন এবং হ্যান্ডশেক করবেন। আমরা ১ মিনিট নীরবতা পালন করব সাম্প্রতিক ঘটনার (ওসমান হাদির মৃত্যু) জন্য। মাঝখানে মাঠেই স্টেজ করে গানের অনুষ্ঠান হবে। প্রথমটা ১৫ মিনিটের। আমাদের জায়গা নেই। দলগুলোকে ওয়ার্ম আপে আধা ঘণ্টা দিতে হয়। জুমার পর সোয়া দুইটায় শুরু করে ১৫ মিনিটে শেষ করা হবে। ২ খেলার মাঝখানে আমরা ছোট অনুষ্ঠান করব।’

ছয় দল নিয়ে এবারের বিপিএলের প্রথম পর্ব হবে সিলেটে। তারপর চট্টগ্রাম ও ঢাকায় হবে বিপিএল। ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ২৩ জানুয়ারী।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর