বল হাতে মোস্তাফিজুর রহমানের জাদু চলছেই। সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে আজও দাপুটে বোলিং করেছেন বাংলাদেশি পেসার। যাতে জিতেছে তার দল দুবাই ক্যাপিটালস। ম্যাচে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মোস্তাফিজ।
রোববার (২১ ডিসেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গালফ জায়ান্টকে আজ ৬ উইকেটে হারিয়েছে মোস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস। আগে বোলিং করতে নামা দুবাই ক্যাপিটালসের দ্বিতীয় ওভারেই বল হাতে পান মোস্তাফিজ। প্রথম ওভারটা ভালো হয়নি বাংলাদেশি পেসারের, খরচ করেন ১৩ রান।
এরপর গালফ ক্যাপিটালস ধীরে ধীরে বড় স্কোরের দিকেই এগুচ্ছিল। দুবাই ক্যাপিটালসের দরকার ছিল তখন প্রতিপক্ষের লাগাম টেনে ধরার। মোস্তাফিজের হাতে বল তুলে দিয়ে সেটাই করতে চেয়েছেন দুবাই অধিনায়ক মোহাম্মদ নবী। মোস্তাফিজ সেই প্রত্যাশা পূরণও করেছেন।
সেই ১৪তম ওভারে তিন তিনটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের কোমড় ভেঙে দিয়েছেন মোস্তাফিজ। তার স্লোয়ার কাটার যেন ধরতেই পারছিলেন না প্রতিপক্ষের ব্যাটাররা! ১৮তম ওভারে আবার বোলিং করতে এসে ১১ রান খরচ করেন মোস্তাফিজ। তার মধ্যে একটা ছিল উইকেটরক্ষকের ভুলে চার।
মোস্তাফিজের করা শেষ ওভারে তিন উইকেট হারিয়েছে গালফ জায়ান্ট। তবে একটাও মোস্তাফিজের খাতায় লেখা হয়নি। কারণ তিনটিই ছিল রান আউট! তবে মোস্তাফিজ সেই ওভারে উইকেট পেতেও পারতেন। কিন্তু তার ওভারের চতুর্থ বলে উঠা সহজ ক্যাচ ছেড়ে দেন মোহাম্মদ নবি।
শেষ পর্যন্ত মোস্তাফিজের বোলিং বিশ্লেষণ ৩.৫ ওভারে ৩৪ রান খরচায় ৩ উইকেট। ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে মোস্তাফিজ এখন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী।