Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে ঢাকাকে নেতৃত্ব দিবেন মিঠুন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হতে যাচ্ছে কদিন পরই। দলগুলো তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। এর মধ্যে দলের অধিনায়কের নাম ঘোষণা করেছে ঢাকা ক্যাপিটালস। মোহাম্মদ মিঠুনকে দেওয়া হয়েছে ঢাকার অধিনায়কত্ব।

ঢাকা বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আছেন অধিনায়ক হওয়ার মতো। জাতীয় টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক সাইফ হাসান, তারকা পেসার তাসকিন আহমেদ ও শ্রীলংকান অধিনায়ক দাশুন শানাকা আছেন ঢাকায়। তবে শেষ পর্যন্ত মিঠুনকে বেছে নেওয়া হয়েছে নেতা হিসেবে।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে মিঠুনে। বিপিএলেও বেশ কয়েকবার নেতৃত্ব দিয়েছেন তিনি। সেই কারণেই হয়ত শেষ পর্যন্ত মিঠুনের ওপর আস্তা রেখেছে ঢাকা।

বিজ্ঞাপন

আজ রোববার (২১ ডিসেম্বর) পূর্বাচলে আনুষ্ঠানিক দলীয় অনুশীলন শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। সেখানেই অধিনায়ক হিসেবে মিঠুনের নাম ঘোষণা করা হয়।

বিপিএল মাঠে গড়াচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। ঢাকা তাদের প্রথম ম্যাচ খেলবে ২৭ ডিসেম্বর। প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স।

ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড : তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবরী, ইমাদ ওয়াসিম, ওডিন স্মিথ, জিয়া শরিফি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর