Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলের মাঝে দেশে ফিরতে হবে মোস্তাফিজকে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৭

আইপিএলে এবারের মিনি নিলামে হইচই ফেলে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তবে এতো দামে বিক্রি হলেও মোস্তাফিজ পুরো আইপিএল খেলা সুযোগ পাবেন কিনা তা নিয়ে চলছিল আলোচনা।

কারণ যেই সময়টাতে আইপিএল চলবে সেই সময়ে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়ার  ক্ষেত্রে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা আবার বেশ গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম জানালেন, মোস্তাফিজকে বেশিরভাগ সময়ের জন্য আইপিএল খেলার অনুমতি দেওয়া হবে। মাঝখানে শুধুমাত্র নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আসবেন মোস্তাফিজ। সেই সিরিজ খেলে আবার ফিরবেন আইপিএলে।

বিজ্ঞাপন

বৃহস্প্রতিবার (১৮ ডিসেম্বর) মিরপুরে  সাংবাদিকদের প্রশ্নে উত্তরে  মিনহাজুল আবেদিন বলেন, ‘মোস্তাফিজকে আমরা এনওসি দিয়েছি পুরো আইপিএল’র জন্য; শুধু নিউজিল্যান্ড সিরিজে টি-টোয়েন্টি যে তিনটা ম্যাচ থাকবে, সেখানে সরি ওডিআই যে তিনটা ম্যাচ থাকবে সেখানেও জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে।’

‘আট দিনের জন্য সে ফেরত আসবে ওডিআই সিরিজ খেলার জন্য। আমাদের জন্য জরুরি যে ওখানে যেন আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে খেলতে পারি। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া।’- যোগ করেছেন নাজমুল আবেদীন।

সবদিক বিবেচনা করে নিউজিল্যান্ডের বিপক্ষের সেই সিরিজটাতে মোস্তাফিজকে বাংলাদেশের দরকার বলে মনে করেছে টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই তাকে ফেরানো হবে আইপিএলের মাঝখানে।

নাজমুল আবেদীন বলেন, ‘এটার বোধহয় দুটি সাইডই আছে। একটা হচ্ছে যে, হ্যাঁ, ও একটা টি-টোয়েন্টি এনভাইরনমেন্টে থাকবে, সেখান থেকে এসে ওডিআই খেলা। ইয়েস, আমরা বলতে পারি যে কিছু একটা ট্রান্জিশন থাকতে পারে। সেখানে পিডিয়েট থাকতে পারে। অ্যাট দ্য সেম টাইম ও যেই পর্যায়ে খেলবে, যে লেভেলে খেলবে, যে কম্পিটিটিভ এনভারনমেন্টে থাকবে সেখান থেকে এসে এখানে আরেকটু বেশি কন্ট্রিবিউট করতে পারবে, এ সম্ভাবনাটাও কিন্তু থাকবে। সো আমরা সব হিসাব-কিতাব করে দেখেছি যে প্লাস মাইনাস করে যে ওর প্রেজেন্সটা আমাদের জন্য জরুরি। আমাদের এক্সিসটিং যেই স্ট্রেংথ আছে সেখানে ও থাকলে সেটা আরও বেশি শক্তিশালী হয়। সে বিবেচনায় এটা করা।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর