Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল যে কারণে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১২:৩৫ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:০৫

নানান আলোচনা, গুঞ্জনের মধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী আয়োজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বলা হচ্ছে, দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বড় জমায়েত এড়াতেই এমন সিদ্ধান্ত বলা হয়েছে বিসিবির পক্ষ থেকে। তবে খেলা দেখতে আসা দর্শকদের স্বাগত জানাতে পারবে এবং দারুণ একটা টুর্নামেন্ট হবে বলে আশাবাদি বিসিবি।

বিসিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিল আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে সিলেটে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ১২তম আসরকে আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলকভাবে আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।’

বিজ্ঞাপন

‘আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়ার সঙ্গে খেলোয়াড়, দর্শক, ম্যাচ অফিসিয়াল এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকল অংশীজনের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে গভর্নিং কাউন্সিল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব পক্ষের সার্বিক প্রস্তুতিও পরিকল্পনায় রয়েছে।’

‘গণজমায়েত সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের বর্তমান নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, বড় জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠান বা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে না।’

‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএল গভর্নিং কাউন্সিল আশা প্রকাশ করছে যে, তারা স্টেডিয়ামে দর্শকদের স্বাগত জানাতে পারবে এবং দারুণ একটি টুর্নামেন্ট উপহার দেবে।’

আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেটে শুরু হবে বিপিএলের এবারের আসর। সিলেটের পাশাপাশি খেলা হবে চট্টগ্রাম ও ঢাকাতেও।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর