ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মিনি নিলামে রেকর্ড দাম পেয়েছেন বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমান। নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই মোস্তাফিজকে নিয়ে নানান চর্চা চলছে।
বাংলাদেশি পেসার আইপিএলের পুরো মৌসুম খেলতে পারবেন কিনা তা নিয়েও চলছে আলোচনা। প্রশ্নটা চলে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছেও। বিসিবি সভাপতির উত্তর, সময়ই সব কিছুও উত্তর দিবে।
আইপিএলের সময়টাতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। স্বল্প ভার্সনের সেই সিরিজে নিশ্চত করেই মোস্তাফিজকে দলে চাইবে বাংলাদেশ। তাহলে কি আইপিএলের পুরো মৌসুম খেলা হচ্ছে না মোস্তাফিজের?
আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘উচিত-অনুচিত আমি সভাপতি আমার রোলটা ডিফারেন্ট। মুস্তাফিজ খেলে তো বাংলাদেশের জন্য।’
‘মুস্তাফিজকে যে ডিপার্টমেন্ট দেখে সেটা ক্রিকেট অপারেশন্স, আমার থেকে তারা ভালো বলতে পারবে। তারপরও এ ব্যাপারটা আমি আলোচনা করব। গতকালকেই তো ঘটলো, আইপিএলের সময় কি কি সিরিজ আছে। কোন সিরিজ বাংলাদেশের জন্য দরকার, কোনটার দরকার নাই এটা অপারেশন্স চিন্তা করবে।’
এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, ‘পার্টিকুলার যে তারিখের ব্যাপারটা ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আছেন তিনি মিডিয়াকে বলতে পারেন, তবে এই জায়গার একজন পার্ট হিসেবে বলতে পারি আমরা কমিউনিকেশনটা ক্লিয়ার করেছি। আইপিএল বিসিসিআই এবং ক্রিকেটার তিনটা পার্ট কিন্তু জানে সে আসলে কতটুক আইপিএল খেলতে পারবে। আর কতটুকু খেলতে পারবেন ওইটার ওপর ধারণা করে কিন্তু তাকে দলে নিয়েছে। আমার মনে হয় সবাই খুশি এটা নিয়ে, এটা নিয়ে সমস্যা হবে না। তো এটুকু বলতে পারি যে মুস্তাফিজ মেজর ম্যাচগুলোই খেলবে আইপিএলের কোনো সমস্যা হবে না।’