অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ, শ্রীলংকা দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। তবুও দুই দলের মধ্যকার আজকের ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ আজকের জয়-পরাজয়ে সেমিফাইনালে কোন দল কোন দলের মুখোমুখি হবে সেটা নিশ্চিত হওয়ার কথা। দারুণ পারফরম্যান্সে আজ শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।
শ্রীলংকাকে ৩৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশের যুবারা। যাতে সেমিফাইনালে ভারতকে এড়ানো গেল। যুব এশিয়া কাপের ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত, পাকিস্তান। ভারত গ্রুপের শীর্ষ দল হিসেবে আর পাকিস্তান দুই নম্বরে থেকে সেমি নিশ্চিত করেছে। সে হিসেবে ‘বি’ গ্রুপের শীর্ষ দল বাংলাদেশ সেমিতে খেলবে ‘এ’ গ্রুপের দুই নম্বর দল পাকিস্তানের বিপক্ষে আর ‘এ’ গ্রুপের শীর্ষ দল ভারত সেমিতে খেলবে ‘বি’ গ্রুপের দুই নম্বর দল শ্রীলংকার বিপক্ষে।
যুব এশিয়া কাপের সর্বশেষ দুই আসরে শিরোপা জিতেছে বাংলাদেশ। চ্যাম্পিয়নের মতোই গ্রুপ পর্বটা কাটল যুবাদের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তান, দ্বিতীয় ম্যাচে নেপালকে হারানোর পর আজ শেষ ম্যাচে হারিয়ে দিল শ্রীলংকাকে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে আগে ব্যাটিং করে বাংলাদেশের যুবরা অবশ্য বড় সংগ্রহ গড়ে পারেনি। গুটিয়ে গেছে ২২৫ রানেই। শুরুটা অবশ্য হয়েছিল দাপুটে।
জাওয়াদ আবরার আজও দাপুটে ব্যাটিং করেছেন। ১ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করা জাওয়াদ আজ ৪টি করে চার-ছয়ে ৩৬ বলে ৪৯ রান করে ফিরেছেন। জাওয়াদের ব্যাটে ওপেনিং জুটিতে ১২.৩ ওভারেই ৮৪ রান তোলে বাংলাদেশ।
মাঝের ওভারগুলোতে গিয়ে বিপদে পরেছে বাংলাদেশ। জাওয়াদ ফেরার পর অন্যরা রানের গতি ঠিক রাখতে পারেনিন। অপর ওপেনার রিফাত বেগ ৪৮ বলে ৩টি চারে ৩৬ রান করে ফিরেছেন। তিনে নামা অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৪৮ বলে ২৯ ও চারে নামা কালাম সিদ্দিকি ৬০ বলে ৩২ রান করে ফিরেছেন।
টপাটপ উইকেট হারিয়ে পরে আরও বিপদে পরেছে বাংলাদেশ। মাত্র ২২ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। ২ উইকেটে ১৫৬ থেকে হঠাৎ-ই ৭ উইকেটে ১৭৮ হয়ে পরে। তারপরও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশি যুবারা।
তবে উইকেটরক্ষক ফরিদ হাসান একপ্রান্ত আগলে রাখতে পেরেছিলেন কিছুক্ষণ। রানটা বেড়েছে তাতেই। ৪০ বলে ১টি চার ২টি ছয়ে ২৯ রান করেছেন ফরিদ। শেষ ব্যাটার ইকবাল হোসেন ইমন ৬ বলে ১২ রান করলে শেষ পর্যন্ত ২২৫ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
তবে দারুণ বোলিংয়ে বাজে ব্যাটিংয়ের ক্ষতিটা পুষিয়ে নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়নরা। ৪৪ রানেই শ্রীলংকার ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানো শ্রীলংকা একটা সময় ১২৬ রানে হারিয়ে ফেলে অষ্টম উইকেট। বাংলাদেশের টানা তিন জয়ের বার্তা পাওয়া যাচ্ছিল সেখানেই।
অবশ্য নবম উইকেট জুটিতে ৫৬ রান তুলে হারের ব্যবধান কমাতে পেরেছেন আদহাম হািল্মি ও রাসিথা নিমসারা। ৪৯.১ ওভারে শেষ পর্যন্ত ১৮৬ রানে গুটিয়ে যায় শ্রীলংকা।
বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ও শাহরিয়ার আহমেদ।