Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুব এশিয়া কাপ
বাংলাদেশের লড়াকু সংগ্রহ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৫

ওপেনার জাওয়াদ আবরারের ব্যাটে শুরুটা হয়েছিল দারুণ। তবে মাঝের ওভারগুলোতে গিয়ে খেই হারিয়ে ফেলল বাংলাদেশ! মাত্র ২২ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে বিপদেই পরেছিল আজিজুল হাকিম তামিমের দল। তবে শেষ দিকে আবারও ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশি যুবারা। সব মিলিয়ে যুব এশিয়া কাপে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

উত্থান-পতনের মধ্যে ৪৫.৩ ওভারে শেষ পর্যন্ত ২২৫ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব এশিয়া কাপে নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে বাংলাদেশ। ফলে আজ জিতলে সেমিফাইনাল নিশ্চিত আজিজুল হাকিমদের। অবশ্য হারলেও সুযোগ থাকবে সেমিতে পৌঁছার।

বিজ্ঞাপন

বুধবার (১৭ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমিতে আগে ব্যাটিং করতে নেমে ওপেনিং জুটিতে ৭৫ বলে ৮৪ রান তোলেন বাংলাদেশের ‍দুই ওপেনার জাওয়াদ আবরার আর রিফাত বেগ। মাত্র ১ রানের জন্য ফিফটি বঞ্চিত হয়েছেন আবরার। ফিরেছেন ৩৬ বলে ৪টি করে চার-ছয়ে ৪৯ রান করে।

রিফাত বেগ ৪৮ বলে ৩টি চারে ৩৬ রান করে ফিরেছেন। তিনে নামা অধিনায়ক আজিজুল হাকিম তামিম ২৯ ও চারে নামা কালাম সিদ্দিকি ৩২ রান করে ফিরেছেন।

তবে টপ অর্ডারের চার ব্যাটার রান পেলেও পরে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। ২ উইকেটে ১৫৬ থেকে হঠাৎ-ই ৭ উইকেটে ১৭৮ হয়ে পরে বাংলাদেশ।

তারপরও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশি যুবারা। তবে উইকেটরক্ষক ফরিদ হাসান একপ্রান্ত আগলে রাখতে পেরেছিলেন কিছুক্ষণ। রানটা বেড়েছে তাতেই। ৪০ বলে ১টি চার ২টি ছয়ে ২৯ রান করেছেন ফরিদ। শেষ ব্যাটার ইকবাল হোসেন ইমন ৬ বলে ১২ রান করলে শেষ পর্যন্ত ২২৫ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

শ্রীলংকান অফস্পিনার কাভিজা গামেজ ৩৮ রান খরচায় একাই নেন ৪ উইকেট।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর