আইপিএল নিলামে রীতিমতো তাক লাগিয়ে দিলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। নিলামে রেকর্ড দাম উঠেছে বাংলাদশি পেসারের।
নিলামে প্রথমে মোস্তাফিজকে পেতে লড়াই শুরু হয় চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। পরে সেই লড়াইয়ে ঢুকে যায় কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই ও কলকাতার ডাকে শেষ পর্যন্ত জয়ী হয়েছে কলকাতার। ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে কলকাতা।
আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দামের রেকর্ড এটা। আগের রেকর্ডটি ছিল মাশরাফি বিন মুর্তজার। ২০০৯ সালের আইপিএলে মাশরাফিকে ৫ কোিট ৪৫ লাখ রুপি দিয়ে কিনেছিল কলকাতা। বাংলাদেশি মুদ্রায় যার বর্তমান মূল্য ৭ কোটি ৩৩ লাভ টাকা।
গত বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মোস্তাফিজ। এবারও মোস্তাফিজের জন্য দাম হাঁকিয়েছিল দিল্লি। এরপর মোস্তাফিজকে পাওয়ার লড়াইয়ে যুক্ত হয় মোস্তাফিজের আরেক সাবেক ক্লাব চেন্নাই সুপার কিংস।
একটা পর্যায়ে চেন্নাইয়ের সঙ্গে নিলামের ডাকে আসে কলকাতা নাইট রাইডার্স। দুই দলের ডাকে শেষ পর্যন্ত ৯.২ কোটিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে কলকাতা।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেক মোস্তাফিজের। তারপর রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছেন তিনি। সব মিলিয়ে আইপিএলে ৬০ ম্যাচ খেলে ৬১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।