Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুব এশিয়া কাপ: বাংলাদেশকে বড় টার্গেট দিল আফগানিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ২০:২৬ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ২২:৪৭

হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে এশিয়া কাপ খেলতে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আসরে নিজেদের প্রথম ম্যাচে বড় লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাতে আগে ব্যাটিং করে ২৮৩ রানের বড় স্কোর গড়েছে আফগানরা।

আফগানদের হয়ে সেঞ্চুরি করেছেন ফয়সাল শিনোজাদা। এছাড়া উজাইরউল্লাহ নিয়াজাই ৪৪, আজিজউল্লাহ মিয়াখিল ৩৮ রান করেন।

আগে বোলিং করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল অবশ্য শুরুটা ভালো পেয়েছিল। ওপেনার খালিদ আহমদজাইকে মাত্র ৩ রানে ফেরান সাদ ইসলাম। তবে দ্বিতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়েন ওসমান সাদাত ও ফয়সাল। সাউন বসিরের বলে বোল্ড হয়ে সাদাত  ফেরেন ৩৪ রান করে।

বিজ্ঞাপন

পরের জুটিতে ৯৩ রান তুলে আফঘানদের বড় স্কোরের পথ দেখিয়ে দেন। তার মধ্যে ফয়সাল শিনোজাদা ৯৪ বলে ৮টি চার ৪টি ছক্কায় ১০২ রান করেছেন ফয়সাল। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে আফগানিস্তান। শেষ দিকে আফগানরা অবশ্য দ্রুত রান তুলতে পেরেছেন। শেষ পর্যন্ত ২৮৩ রানে থেমেছে দলটি।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ ২টি এবং সাদ ইসলাম, সামিউন বসির ও রিজান হোসেন একটি করে উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর