Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ২০:৩৬

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম চার ম্যাচের দুটি করে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। অর্থাৎ সিরিজের শেষ ম্যাচটা ছিল দুই দলের জন্য সিরিজ নির্ধারণী ম্যাচ। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের মেয়েদের হারিয়ে সিরিজ জিতেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল।

শেষ ম্যাচে আজ ৬ উইকেটে জিতেছে সফরকারী পাকিস্তান। যাতে পাঁচ ম্যাচের সিরিজটা ৩-২ ব্যবধানে জিতল সফরকারীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) কক্সবাজারে ব্যাটিং ব্যর্থতাই হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। পুরো সিরিজের মতো এই ম্যাচেও ব্যাটিংয়ে হতাশ করেছেন স্বাগতিক ব্যাটাররা। আগে ব্যাটিং করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল গুটিয়ে গেছে ৮৪ রানেই। শুরু থেকেই নিয়মিত উইকেট হারানো বাংলাদেশ দলীয় ৩১ রানে হারিয়ে বসে ৫ উইকেট।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ৮৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেছেন সাদিয়া আক্তার। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের হয়ে বারিরাহ সাইফ ৩টি ও রোজিনা আকরাম ২টি করে উইকেট নিয়েছেন।

নব্বয়ের কম পুঁজি নিয়ে বোলিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট পায় বাংলাদেশ। অতশী মজুমদার বাংলাদেশকে উইকেট এনে দেন। খানিক বাদে ৮ বলে ১০ রান করা রাহিমা সাঈদকে রানআউট করে বাংলাদেশ। এসবে অল্পপুঁজিতেও জয়ের স্বপ্ন দেখছিলেন হয়ত কেউ কেউ! তবে এরপর ৩৭ রানের একটা জুটি গড়ে স্বপ্ন ভেঙে দিয়েছেন কমল খান ও আকসা হাবিব। আকশা করেন ২১ রান।

২৫ রান করা কমল খান ফেরেন হাবিবার বলে। শেষ দিকে ফিজা ফায়াজ ও আরিশা আনসারি অপরাজিত থেকে পাকিস্তানের জয় নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর