Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ২২:৪৭ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১২:৫২

উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের পর এই পদের দায়িত্ব নিয়েছেন ড. আসিফ নজরুল। নতুন ক্রীড়া উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছে বিসিবি। বিসিবি আশাবাদী, দীর্ঘদিন ধরে খেলাধুলার প্রতি আগ্রহ ও সম্পৃক্ততা থাকা ড. আসিফ নজরুল ক্রীড়াঙ্গনে উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা তার সর্বাত্মক সাফল্য কামনা করি। তার পরিচালনা দক্ষতা এবং খেলাধুলার প্রতি দীর্ঘদিনের অনুরাগ আমাদের বিশ্বাস জোগায় যে, তিনি এখানে গঠনমূলক অবদান রাখবেন।’

বিজ্ঞাপন

‘বাংলাদেশ ক্রিকেট স্পষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে। বিভিন্ন স্তরে মানোন্নয়নের এই যাত্রায় আমরা আশা করি তিনি আমাদের পাশে থাকবেন।’- যোগ করেছেন বিসিবি সভাপতি।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর