অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। বিদায়ী ক্রীড়া উপদেষ্টাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্বকালীন সহযোগিতা, দিকনির্দেশনা ও ইতিবাচক সম্পৃক্ততার জন্য সজীব ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘ক্রিকেট সম্পর্কিত প্রতিটি বিষয়ে অসাধারণ স্পষ্টতা ও উদ্দীপনা নিয়ে কাজ করেছেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে নানান কার্যক্রমগত চ্যালেঞ্জ মোকাবিলা সব ক্ষেত্রেই তার দিকনির্দেশনা ছিল সময়োচিত ও কার্যকর।’
‘তার সহযোগিতা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করেছে।’- যোগ করেছেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন অধ্যায়ে পদার্পণ করছেন। তার ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আন্তরিক শুভকামনা জানিয়েছে বিসিবি।