Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের পেছাল প্রথম বিভাগ ক্রিকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ২০:১৮

ক্লাবগুলো লিগ বর্জনের ডাক দেওয়ার পর থেকে দফায় দফায় পেছাচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আরেকবার পেছালো। আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা ছিল প্রথম বিভাগ ক্রিকেট। সেটা পিছিয়ে যাচ্ছে ১৪ তারিখে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বলা হচ্ছে মাঠের ঝামেরার কারণে আবারও লিগ পিছিয়ে দেওয়ার সিদ্ধন্ত নেওয়া হয়েছে।

বিসিবির নির্বাচনের পর নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঘরোয়া ক্রিকেটে লিগ বর্জনের ডাক দেয় ক্লাবগুলো। এই তালিকায় ছিল ৪৫ ক্লাব। তার প্রভাবে কয়েক দফা পিছিয়ে যায় টুর্নামেন্ট শুরুর সময়।

কয়েক দফা বৈঠকের পর বিষয়টি নিয়ে সুরাহা হয়নি। কোয়াবের উদ্যোগেও বিষয়টি সুরাহা হয়নি। ফলে আপাতত ১২ দল নিয়েই শুরু করতে হচ্ছে বিসিবিকে।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন বলেন, ‘১১ তারিখ থেকে আমাদের প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা। মাঠের একটু ঝামেলা হওয়ায় আগাম ১৪ তারিখ থেকে আমরা লিগ শুরু করছি। আজকের মধ্যেই আমরা সূচি প্রকাশ করব এবং চেষ্টা করা হচ্ছে উদ্বোধনী ম্যাচটা মিরপুর স্টেডিয়ামে করার জন্য।’

ক্লাবগুলোর লিগ বর্জন করার প্রশ্নে দিপন বলেন, ‘দেখুন— আমরা তো আনুষ্ঠানিকভাবে ২০টা দলই ধরে রাখব। কারণ আমরা এই ধরনের (লিগ বর্জন) মৌখিক বার্তা পাচ্ছি। আমরা সূচি প্রকাশ করছি ২০টা দলকে নিয়েই।’

‘প্রথমত এ ধরনের কোন চিঠি আমরা কোন ক্লাবের কাছ থেকে পাইনি। আমি কিন্তু বারবার বলছি আমরা ২০টা ক্লাবকে নিয়ে সূচি প্রকাশ করছি। বিসিবি কিংবা সিসিডিএম কারও কাছেই এমন কোন চিঠি আসেনি। মোহামেডান যেটা প্রতিবাদ করেছে সেটা কিন্তু সভাপতির কথার উপরে…তারা লিগ খেলবে কি খেলবে না এরকম কোন নেতিবাচক চিঠি আমরা পাইনি।’- যোগ করেছেন তিনি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ
১১ ডিসেম্বর ২০২৫ ১০:১৬

নিয়োগ দিচ্ছে মেঘনা ব্যাংক
১১ ডিসেম্বর ২০২৫ ১০:১৪

আরো

সম্পর্কিত খবর