ঘনিয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিপিএলে সঞ্চালকের নাম প্রকাশ করেছে বিসিবি।
বিসিবির পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলা হয়েছে, আসন্ন বিপিএলে সঞ্চালনার দায়িত্বে থাকবেন পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক জয়নব আব্বাস ও ভারতের রিধিকা পাঠক।
এবারের বিপিএলে ধারাভাষ্যকার প্যানেলেও তারকায় ভরা। পাকিস্তানের রজিম রাজা, ওয়াকার ইউনুসের সঙ্গে নিউজিল্যান্ডের ড্যানি মরিসনকে নিশ্চিত করেছে বিসিবি। তাদের সঙ্গে থাকবেন ইংল্যান্ডের ড্যারেন গফ, ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি, শ্রীলকার পারভেজ মাহরুফ ও অস্ট্রেলিয়ার জেমি কক্সকেও নিশ্চিত করেছে বিসিবি।
দেশি ধারাভাষ্যকারদের মধ্যে থাকবেন আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরি, মাজহার উদ্দিন অমি ও সমন্বয় ঘোষ।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে আসন্ন বিপিএল। সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএল।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএল। সিলেট ও চট্টগ্রামে ১২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ঢাকায় এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ অনুষ্ঠিত হবে ১০টি ম্যাচ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ১৯ জানুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ২৩ জানুয়ারি।