Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুব এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৯

আসন্ন অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে বড় কোনো পরিবর্তন নেই। নিয়মিতরাই সুযোগ পেয়েছেন এশিয়া কাপের স্কোয়াডে।

১২ থেকে ২১ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। আট দলের টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, এই গ্রুপে অন্য দলগুলো হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

১৩ ডিসেম্বর আইসিসি একাডেমি গ্রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ১৫ ডিসেম্বর নেপাল এবং ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি। গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনালভ সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। টুর্নামেন্টের ফাইনাল ২১ ডিসেম্বর।

বিজ্ঞাপন

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ স্কোয়াড: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জওয়াদ আবরার, সাইমুন বশির রাতুল, শেখ পারভেজ হোসেন জীবন, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, আব্দুল্লাহ ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম রিজান, মো. সবুজ।

স্ট্যান্ডবাই: রাফি উজ্জামান রাফি, সানজিদ মজুমদার, ফারজান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম, দেবাশীষ সরকার দেবা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর