আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৫। আগে ঘোষিত সূচি অনুযায়ী ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও, খেলোয়াড়দের অনুশীলন ভেন্যুর সীমাবদ্ধতা ও একই স্থানে ডিসেম্বরের মাঝামাঝি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা থাকায় সূচি ৯ দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
নতুন সূচি অনুযায়ী ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব–৯, ১১, ১৩, ১৫ এবং ১৭ বালক-বালিকা সিঙ্গেলস র্যাংকিং ইভেন্ট। বরাবরের মতো এবারও অনূর্ধ্ব–১৯ এর নিচে জাতীয় পর্যায়ে কোনো র্যাংকিং নেই।
১১ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে মূল প্রতিযোগিতা, যেখানে অনূর্ধ্ব–১৯ বালক-বালিকা ও সিনিয়র পুরুষ-মহিলা মিলিয়ে মোট ১৪টি ইভেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিনিয়র বিভাগে ৭টি এবং জুনিয়র (অনূর্ধ্ব–১৯) বিভাগে ৭টি ইভেন্ট—পুরুষ দলগত, পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা দলগত, মহিলা একক, মহিলা দ্বৈত, মিশ্র দ্বৈতসহ বালক-বালিকা একক, দ্বৈত, দলগত ও জুনিয়র মিশ্র দ্বৈত অন্তর্ভুক্ত থাকবে।
বালক বিভাগের র্যাংকিংয়ে শীর্ষ আট জন খেলোয়াড় সিনিয়র পুরুষ বিভাগে অংশ নেওয়ার সুযোগ পাবে। বালিকাদের ক্ষেত্রে বয়স বা সংখ্যার কোনো সীমাবদ্ধতা থাকবে না—ইচ্ছা করলে যে কোনো বয়সী বালিকা সিনিয়র বিভাগে খেলতে পারবে।
এন্ট্রি পাঠানোর শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার রাত ১২টা। একক এন্ট্রি ফি ২০০ টাকা, দ্বৈত ৩০০ টাকা, দলগত ৭০০ টাকা এবং এফিলিয়েশন ফি ১,০০০ টাকা জমা দিতে হবে ফেডারেশনের অফিসিয়াল বিকাশ মার্চেন্ট নম্বর ০১৯১৯০১২৮৮৩–এ। বিস্তারিত তথ্যের জন্য টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নাসিমুল হাসান কচির (০১৭০৫২০৩০৮৫) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।