Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ রাউন্ডে ঢাকার প্রথম জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০১

জাতীয় ক্রিকেট লিগের শিরোপার লড়াই থেকে অনেক আগেই ছিটকে গেছে ঢাকা বিভাগ। আগের ছয় ম্যাচে একটিতে হার বাকি পাঁচ ম্যাচে ড্র করে শিরোপার লড়াই থেকে বাদ পরেছিল ঢাকা। নিয়মরক্ষার সপ্তম ও শেষ ম্যাচটা খেলতে নেমে জয় পেল দলটি।

শেষ রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম বিভাগকে স্রেফ উড়িয়ে দিয়েছে ঢাকা। ইনিংস ও ১৯২ রানের বিশাল ব্যবধানে জিতেছে ঢাকা বিভাগ।

ফলোয়নে পড়া চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে ১৫৮, দ্বিতীয় ইনিংসে ১৯১ রানে গুটিয়ে যায়। আগে নিজেদের প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৪১ রান করে ঢাকা বিভাগ। ঢাকার হয়ে তিন সেঞ্চুরিয়ান আশিকুর রহমান শিবলি ১০০, আনিসুল ইসলাম ১৮৬ এবং মার্শাল আইয়ুব ১৬৫ রান করেন। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন অভিষেকে ১৮৬ রানের ইনিংস খেলা আনিসুল।

বিজ্ঞাপন

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ ৬ উইকেটে ৯৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে চট্টগ্রাম। প্রথম সেশনে দেড় ঘণ্টা খেলতেই গুটিয়ে যায় বন্দরনগরীর দলটি। ১৫৮ রানে অল আউট হয়ে ফলোঅনে পড়ে চট্টগ্রাম।

বল হাতে ঢাকার তিন পেসার রিপন মণ্ডল, সুমন খান ও সালাহউদ্দিন শাকিল ৩টি করে উইকেট নেন।

৩৮৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে আবার বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। ইয়াসির আলী রাব্বী, মাহমুদুল হাসান জয় ও ইরফান শুক্কুরদের ব্যাটিং ব্যর্থতায় ৮৬ রানে ৬ উইকেট হারায় তারা। সেখান থেকে নাইম হাসানের ৩৭ ও হাসান মুরাদের ৫৮ রানের দুটি ইনিংস খেলেন। তবে এই ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে।

দ্বিতীয় ইনিংসে রিপন ও সুমন ২টি করে উইকেট নেন। ৩ উইকেট নিয়ে সেরা ছিলেন নাজমুল ইসলাম অপু।

ইনিংস ব্যবধানে ম্যাচ জিতে মোট ৯ পয়েন্ট পেয়েছে ঢাকা। সব মিলিয়ে তাদের পয়েন্ট ১৯।

সারাবাংলা/এসএইচএস