Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিসির মাসসেরা খেলোয়াড়ের মনোনয়নে তাইজুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ২০:১৮ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৫ ০১:৪৫

আইসিসির গত নভেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচনের মনোনয়নে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। নিয়ম অনুযায়ী পুরুষ ক্রিকেটারদের মধ্যে তিনজন মাসসেরা পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন। তাইজুল ছাড়া বাকি দুজন ক্রিকেটারও স্পিনার। দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার ও পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ।

নভেম্বর মাসটা দারুণ কেটেছে তাইজুলের। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। দুই সিরিজ মিলিয়ে ১৩ উইকেট নিয়েছেন তাইজুল। তাতে সাকিব আল হাসানকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারীও বনে গেছেন। আইসিসির ওয়েবসাইটে তাইজুলকে নিয়ে লেখা হয়েছে, ‘ঘরের মাঠে নির্ভরযোগ্য ম্যাচজয়ী হিসেবে সুনাম বজায় রেখেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার।’

বিজ্ঞাপন

তাইজুল এই পুরস্কার জিতলে চতুর্থ বাংলাদেশি হিসেবে এটি জিতবেন তিনি। গত মে মাসে বাংলাদেশের অপর ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ আইসিসির মাসসেরা নির্বাচিত হয়েছিলেন। তার আগে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম এই পুরস্কার জেতেন।

নভেম্বর মাঠে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার হারমার। দুই টেস্টের সিরিজে ১৭ উইকেট নেন প্রোটিয়া স্পিনার। এছাড়া পাকিস্তানের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ১০ উইকেট নিয়েছেন মোহাম্মদ নাওয়াজ। সিরিজের ফাইনালে ১৭ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রাখেন নাওয়াজ। এই তিনজন জায়গা পেয়েছেন আইসিসির মাসসেরা পুরস্কারের মনোনয়নে।

নারী ক্রিকেটারদের মধ্যে আইসিসির মাসসেরা পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন- ভারতের শেফালি বর্মা, থাইল্যান্ডের থিপাচা পুথাওয়াং ও আরব আমিরাতের এশা ওজা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর