নভেম্বরের শুরুতে হুট করেই জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে দেশের পরিচিত এই কোচ আপাতত নিজ দায়িত্বেই থাকছেন। অভিমান ভুলে দায়িত্ব চালিয়ে যেতে রাজি হয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিম। সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। আয়ারল্যান্ড সিরিজ শেষেও আশরাফুল সেই দায়িত্ব চালিয়ে যাবেন বলে জানিয়েছেন নাজমুল আবেদিন।
সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তি আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। সালাউদ্দিন সেই পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাবেন। আশরাফুলও ব্যাটিং কোচ হিসেবে বিশ্বকাপ পর্যন্ত থাকছেন বলে আভাস দিয়েছেন নাজমুল আবেদিন।
তিনি বলেন, ‘আমরা বিষয়টি (সালাউদ্দিন) নিয়ে মৌখিকভাবে আলোচনা করেছি। আইসিসি বিশ্বকাপ ২০২৭-এর পরে তার চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাবেন।’
মোহাম্মদ আশরাফুলের দায়িত্ব শেষ নাকি চালিয়ে যাবেন এমন প্রশ্নে নাজমুল আবেদিন বলেন, ‘যারা বর্তমানে কাজ করছেন, তারা চালিয়ে যাবেন। তবে, আমরা নজরদারি অব্যাহত রাখব। যদি কোনো প্রয়োজন হয়, তাহলে আমরা কাউকে যুক্ত করব। তবে এখন পর্যন্ত সবকিছু যেভাবে চলছে তাতে আমরা সন্তুষ্ট।’
আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে কোচিং সেটআপে বাংলাদেশ যে পরিবর্তনে খুব একটা আগ্রহী নয় সেটাই বুঝাতে চেয়েছেন নাজমুল আবেদিন।