Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাঈম কোটিপতি, লিটনের দাম ৭০ লাখ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৮:২৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৯:৩১

রাজধানীর একটি হোটেলে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম। নিলামে মোটা অঙ্কের টাকায় দল পেয়েছেন তরুণ ওপেনার নাঈম শেখ। টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস বিক্রি হয়েছেন ৭০ লাখ টাকায়।

নিলামের প্রথমে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে নাম উঠে নাঈম শেখের। তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। শুরুতে তার প্রতি আগ্রহ দেখায় সিলেট টাইটান্স। এরপর নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস নাঈমকে দলে ভেড়াতে ডাকেন। শেষ পর্যন্ত ১ কোটি ২০ লাখ টাকায় নাঈমকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস।

গত বিপিএলে ১৪৪ স্ট্রাইক রেটে ৫১১ রান করেছিলেন নাঈম, টুর্নামেন্টে যা ছিল সর্বোচ্চ রানের রেকর্ড। দ্বিতীয় ডাকে উঠে লিটন দাসের নাম। লিটনের ভিত্তিমূল্যও ছিল ৫০ লাখ টাকা। রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্সের মধ্যে লড়াইয়ের পর লিটনকে ৭৫ লাখ টাকায় কিনেছে রংপুর।

বিজ্ঞাপন

বেশ কয়েক বছর পর অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের নিলাম। টুর্নামেন্টের প্রথম দুই আসর অবশ্য নিলামই হয়েছিল। তবে তৃতীয় আসর থেকে প্লেয়ার ড্রাফটের পদ্ধতিতে হাঁটে বিসিবি। সেক্ষেত্রে পছন্দের খেলোয়াড় কেনার বিষয়টি নির্ভর করত অনেকটা ভাগ্যের ওপর।

একদশ বিপিএল পর্যন্ত চলেছে সেই ড্রাফট পদ্ধতি। এবার আবারও ফিরেছে নিলাম পদ্ধতি। এতে একজন খেলোয়াড়কে কেনার সুযোগ থাকবে সব ক্লাবের। প্লেয়ারকে সেই দলই পাবে সে টাকার অঙ্কটা বেশি হাঁকাতে পারবে।

নিলামের আগেই দলগুলো অবশ্য একাধিক ক্রিকেটারের সঙ্গে চুক্তি সেরেছেন। নিয়ম অনুযায়ী নিলামের বাইরে মোট চারজন ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগ নিয়ে মোট ২৩ জন ক্রিকেটারের সঙ্গে আগেই চুক্তি করে ফেলেছে দলগুলো।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রংপুর কারাগারে বন্দির মৃত্যু
৭ ডিসেম্বর ২০২৫ ১৭:১৩

আরো

সম্পর্কিত খবর