Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল আয়ারল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ২০:০৩ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ২২:১৯

সিরিজ বাঁচাতে হলে আয়ারল্যান্ডের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। এমন সমীকরণে খেলতে নেমে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল আয়ারল্যান্ড। টপ অর্ডার ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে ১৭০ রান তুলেছে আইরিশরা।

দুই ওপেনার পল স্ট্যার্লিং, টিম ট্যাক্টরের দারুণ শুরুর পর মিডল অর্ডারে লোরকান টাকার দারুণ খেলেছেন। সব মিলিয়ে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে আয়ারল্যান্ড।

শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। আইরিশদের শুরুটাও হয়েছিল দাপুটে। পল স্ট্যার্লিং-টিম ট্যাক্টরের ওপেনিং জুটি শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে।

বিজ্ঞাপন

৪.৪ ওভারের ওপেনিং জুটি তুলেছে ৫৭ রান। ১৪ বলে ৩টি চার ২টি ছয়ে ২৯ রান করা পল স্ট্যার্লিংকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। এরপর হ্যারি ট্যাক্টরকে নিয়ে দারুণ এগুচ্ছিলেন টিম ট্যাক্টর। নবম ওভারে শেখ মাহেদি হাসান বোলিং করতে এসে আইরিশদের গতি থামিয়ে দেন।

পাঁচ বলের ব্যবধানে ফিরিয়ে দেন টিম ট্যাক্টর, হ্যারি ট্যাক্টরকে। ফেরার আগে ২৫ বল খেলে ৪টি চার ২টি ছয়ে ৩৮ রান করেন টিম ট্যাক্টর। আগের ম্যাচের নায়ক হ্যারি ট্যাক্টর করেন ১১ রান। এরপর আইশিদের টেনেছেন লোরকান ট্যাক্টর। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আইরিশদের পক্ষে সর্বোচ্চ ইনিংসটা খেলেছেন লোরকান। ৩২ বলে ৪টি চারে ৪১ রান করেছেন তিনি।

২০ ওভারে ৬ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড থেমেছে ১৭০ রানে। বাংলাদেশের পক্ষে শেখ মাহেদি ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দিন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রংপুর কারাগারে বন্দির মৃত্যু
৭ ডিসেম্বর ২০২৫ ১৭:১৩

আরো

সম্পর্কিত খবর