Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ সুজন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১৯:০৪ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৯:৩৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার নিলামের ডেট তিন দফা পিছিয়েছে। ৩০ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নিলাম। এদিকে, ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু দল গোছানোতে নেমে পরেছে অনেক আগেই। বিপিএলের নতুন দল নোয়াখালী এক্সপ্রেস হেড কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনকে মোটামুটি নিশ্চিত করে ফেলেছে।

নোয়াখালী এক্সপ্রেসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। খালেদ মাহমুদ সুজনও কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদ মাহমুদ সুজন দেশের ক্রিকেটে বেশ সফল কোচ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট লিগে একাধিক শিরোপা আছে তার দখলে। বিপিএলেও শিরোপা জিতেছেন। ঢাকা চ্যাম্পিয়ন হয়েছে সুজনের কোচিংয়ে। গতবারও ঢাকার কোচের দায়িত্বে ছিলেন সুজন। কিন্তু কাগজে-কলমে দুর্বল স্কোয়াড নিয়ে সুবিধা করতে পারেনি ঢাকা।

বিজ্ঞাপন

প্রথমে এবারের বিপিএল পাঁচ দলকে নিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়। কিন্তু পরে নোয়াখালী এক্সপ্রেসকে ষষ্ঠ দল হিসেবে সংযুক্ত করার ঘোষণা দেওয়া হয়। দেশ ট্রাভেলসের মালিকানায় বিপিএলে প্রথমবারের মতো যুক্ত হয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি।

এদিকে, শোনা যাচ্ছে নোয়াখালীর কোচিং স্টাফে দেশের পরিচিত কোচ তালহা জুবায়েরকেও দেখা যেতে পারে। দেশি ক্রিকেটারদের মধ্যে সৌম্য সরকার ও হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে নোয়াখালী। বিদেশি ক্রিকেটার হিসেবে ফ্র্যাঞ্চাইজিটি ক্যারিবিয়ান ওপেনার জনসন চার্লসকে দলে ভিড়িয়েছে।

এবারের বিপিএলের ছয়টি দল- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, চিটাগং রয়েলস ও নোয়াখালী এক্সপ্রেস।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর