Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকার ইতিহাস

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১৩:১৪ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ২২:৪০

ভারতের বিপক্ষে গুয়ারাহাটিতে দ্বিতীয় টেস্টে ভারতের বিপক্ষে ৪০৮ রানের বিশাল ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ভারতীয়দের ২–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা। রানের হিসেবে এটি ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় হার। একই সঙ্গে ২৫ বছর পর প্রথমবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতে ঐতিহাসিক কৃতিত্ব গড়ল প্রোটিয়ারা।

ভারতের সামনে দ্বিতীয় ইনিংসে ছিল ৫৪৯ রানের অসম্ভব লক্ষ্য। জয়ের কথা দূরে, ড্র-ই ছিল তাদের একমাত্র আশা। শেষ দিনে ২ উইকেট হাতে রেখে ২৭ রানে খেলা শুরু করে ভারত। কিন্তু দিনের শুরুতেই সিমন হারমারের এক ওভারে কুলদীপ যাদব ও ধ্রুব জুরেল ফিরে গেলে চাপে পড়ে যায় ভারত। পরে হারমার বিদায় করেন ভারপ্রাপ্ত অধিনায়ক ঋশাভ পন্তকে—৫৮ রানে ৫ উইকেট হারিয়ে ভারত কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে সেখানেই।

বিজ্ঞাপন

এরপর সাই সুদর্শন ও রবীন্দ্র জাদেজা কিছুটা প্রতিরোধ গড়লেও তা বেশিক্ষণ টিকেনি। ৯৯ বলে ৩৭ রানের জুটি ভেঙে যায় দ্বিতীয় সেশনের শুরুতেই। এরপর ওয়াশিংটন সুন্দরকে বিদায় করানোর মাধ্যমে এক টেস্টে রেকর্ড ৯টি ক্যাচ নেন এইডেন মারক্রাম, ভাঙেন ২০১৫ সালে আজিঙ্কা রাহানের রেকর্ড।

হারমার শেষ পর্যন্ত ২৩ ওভারে ৩৭ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ভারতকে দ্বিতীয় ইনিংসে ১৪০ রানে অলআউট করেন। ম্যাচে তার মোট উইকেট ৯টি, সিরিজে ১৭ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা।

ম্যাচসেরা হন মার্কো জানসেন—ব্যাট হাতে প্রথম ইনিংসে ৯৩ রান এবং দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট তার ঝুলিতে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর