মিরপুর টেস্টের প্রথম সেশনটা পুরোপুরি বাংলাদেশের হলো না। সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিক। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও টিকতে পারেননি। সব মিলিয়ে লাঞ্চের আগেই তিন উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।
লাঞ্চের আগে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ঠিক ১০০ রান। ২৯ বল খেয়ে ১৭ রানে অপরাজিত মুমিনুল হক সৌরভ। শতশত টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম ১৮ বলে ৩ রানে অপরাজিত।
বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশের শুরুটাও ভালো হয়েছিল।
আগের টেস্টে ওপেনিং জুটিতে রেকর্ড গড়া সাদমান ইসলাম অনিক ও মাহমুদুল হাসান জয়ের ওপেনিং জুটি ছিল ৫২ রানের। মিরপুরের উইকেটে ঘাস দেখা গেছে তবুও একাদশে কোনো জেনুইন পেসার রাখেনি আইরিশরা। ফলে নতুন বলের সুবিধাটা কাজে লাগাতে পারেনি সফরকারীরা।
১৪ ওভারে গিয়ে হঠাৎ যেন মনঃসংযোগ বিচ্ছিন্ন হলো সাদমান ইসলামের! ম্যাকব্রেইনের এলবিডব্লুর ফাঁদে পরেন। ৪৪ বলে ৬ চারে ৩৫ রানে ফেরেন সাদমান। আগের টেস্টে দুর্দান্ত একটা সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় খানিক বাদে অহেতুক শট খেলে ফিরেছেন ৩৪ রান করে। ৮৬ বল খেলে ২ চারে ৩৪ রান করে ফেরেন জয়।
আগের টেস্টে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলার পরপরই ফিরেছেন। ১১ বলে ৮ রান করে ফেরেন শান্ত। বাকি সময়ে বিপদ হতে দেননি অভিজ্ঞ মুশফিক-মুমিনুল।
শতশত টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম মিরপুর টেস্টের মুল আকর্ষণ। মুশফিকের ব্যাট হাসবে কিনা সেটাই দেখার বিষয়।