Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেভিস কাপ খেলতে বাহরাইন যাচ্ছে বাংলাদেশ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ২৩:১০ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ০৩:১৪

টেনিসের নামকড়া টুর্নামেন্ট ডেভিস কাপ শুরু হতে যাচ্ছে আগামী ১৯ নভেম্বর। এবারের টুর্নামেন্ট হবে বাহরাইনে। টুর্নামেন্ট খেলতে আগামীকাল বাহরাইনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ।

এবারের টুর্নামেন্টকে সামনে রেখে অনেক আগ থেকে প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশিরা খেলোয়াড়রা। টেনিস ফেডারেশনের সাধারণ সম্মাদক ইসতিয়াক আহমেদ কারেন বলেন, ‘তিন মাসের বেশি সময় আমাদের দলের প্রস্তুতি হয়েছে। খেলা ১৯ তারিখ শুরু হলেও বাহরাইনে গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আগামীকালই দল বাহরাইন যাচ্ছে। অতিরিক্ত তিন দিনের ব্যয় ফেডারেশনই বহন করছে।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এবার প্রস্ততি বেশি হওয়ায় আমরা গত বারের চেয়ে ভালো ফলাফল করতে চাই।’

বিজ্ঞাপন

বাংলাদেশ দলের অধিনায়ক তানভীর পাশা বলেন, ‘আমাদের প্রত্যাশা এবার অবশ্যই ভালো ফলাফলের। আমাদের কয়েকজন বেশ ভালো খেলোয়াড় রয়েছেন যারা ফর্মে রয়েছেন।’

এবারের ডেভিস কাপ খেলতে বাংলাদেশে আসবে ব্রুনাই, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নর্দার্ন ম্যারিনা দ্বীপপঞ্জ, তাজিকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনের জাতীয় পুরুষ দলসমূহ ডেভিস কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

ডেভিস কাপে বাংলাদেশ দল:

প্লেইং ক্যাপ্টেন তানভির পাশা (গুলশান ক্লাব লি:), জারিফ আবরার (সেনানিবাস অফিসার্স ক্লাব), জুবিন ওমর (গুলশান ক্লাব), মোহাম্মদ রুস্তম আলী (আমেরিকান ক্লাব), মো: ইমন (টেনিস ক্লাব, রাজশাহী), জাওয়াদ মোহাম্মদ ভূইয়া (উত্তরা ক্লাব লি:)।

সারাবাংলা/এসএইচএস