Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ান আর্চারিতে পদকজয়ী বন্যা-হিমু-কুলসুমের জন্য অর্থ পুরস্কার ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ২৩:১৯

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে পদক এনে দেওয়া তিন আর্চারকে অর্থ পুরস্কার দেওয়া ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিন আর্চারের প্রত্যেককে ১০ লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এবারের ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। শক্তিশালী ভারত ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াই করে বাংলাদেশকে পদক এনে দিয়েছেন আর্চাররা। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশের হিমু বাছাড় ও বন্যা আক্তার। আর কম্পাউন্ড নারী একক ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে আর্মি স্টেডিয়ামে পুরস্কার বিতরণী শেষে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘অলিম্পিকে সোনার পদক পেতে হলে যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মত সুযোগ-সুবিধা থাকতে হয়। সেক্ষেত্রে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে সক্ষমতা আছে, সেভাবেই আমরা তাদেরকে সহযোগিতা করব।’

বিজ্ঞাপন

‘এটা সত্যি যে বিশ্বের জনবহুল দেশগুলোর মধ্যে একটি হলেও অলিম্পিকে কোনো সোনার পদক নেই আমাদের। তবে আমি আশা করি, আর্চারির মাধ্যমে আমরা সোনা পাব। আর এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে যে তিনজন পদক পেয়েছেন, তাদের প্রত্যেককে আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ লাখ টাকা করে পুরস্কার দেব।’- যোগ করেন ক্রীড়া উপদেষ্টা।

পুরস্কার ঘোষণার খবর শুনে উচ্ছ্বসিত বন্যা আক্তার। তিনি বলেন, ‘এর চেয়ে খুশির খবর আর কিছু নেই। এতে আর্চারির প্রতি আমাদের আগ্রহ আরও বাড়বে। আমরা খেলায় আরও বেশি মনোযোগী হতে পারব। শুধু তাই নয়, অনেকেই আর্চারি ছেড়ে বিদেশে চলে যান। এমন পুরস্কার থাকলে সেই সম্ভাবনাও কমে আসবে। সব মিলিয়ে আমি খুবই খুশি।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর