Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ২২:৩৯ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৮:৫৯

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ইতোমধ্যেই হেরেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচই জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে শুক্রবার। এদিকে, তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ঘোষিত দলে কোনো পরিবর্তন নেই।

সিরিজ শুরুর আগে প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করে বিসিবি। সেই দলটাই রাখা হয়েছে তৃতীয় ম্যাচের জন্যও। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। শুক্রবার সিরিজের পরবর্তী ম্যাচটাও হবে সেখানেই। ম্যাচটা মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

বিজ্ঞাপন

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

সারাবাংলা/এসএইচএস