Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে টিকে থাকতে বাংলাদেশের লক্ষ্য ২০৩

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১৯:৩৯ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ০০:২০

নারী ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন বাঁচা-মরার সমীকরণে জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ নারী দল। ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২০২ রান তুলেছে শ্রীলংকা নারী দল।

বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। কিন্তু তারপর নিউজল্যান্ড, ইংল্যান্ড ও  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।  ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবশ্য জয়ের ভালো সম্ভবনা তৈরি হয়েছিল বাংলাদেশের। তবে শেষ পর্যন্ত জেতা আর হয়নি। চাপে পড়া বাংলাদেশকে আজ জিততেই হবে।

সোমবার (২০ অক্টোবর) নাভী মুম্বাইয়ে আগে ব্যাটিং করতে নেমে ৪৮.৪ ওভারে অলআউট হয়েছে শ্রীলংকা। ইনজুরির কারণে গত ম্যাচটা মিস করা পেসার মারুফা আক্তার আজ একাদশে ফিরে প্রথম বলেই উইকেট এনে দেন বাংলাদেশকে। তার দুর্দান্ত সুইংয়ে ইনিংসের প্রথম বলেই ফেরেন ভিষমি গুনারত্নে।

বিজ্ঞাপন

মারুফা অবশ্য আজও পুরো ইনিংস বোলিং করতে পারেননি। ৫.৪ ওভার বোলিং করার পর মাঠ থেকে উঠে গেছেন। প্রথম বলেই উইকেট হারানো শ্রীলংকা দ্বিতীয় উইকেট জুটিতে তোলেন ৭২ রান। ৪৬ রান করা লংকান অধিনায়ক চামিরা আতাপাত্তুকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রাবেয়া খান।

তিনে নামা হাসিনি পেরেরা বেশ ভুগিয়েছেন বাংলাদেশকে। ৯৯ বলে ১৩টি চার ১টি ছয়ে ৮৫ রান করে শেষ পর্যন্ত স্বর্ণা আক্তারের বলে ফিরেছেন পেরেরা। মিডল অর্ডারে নীলক্ষীকা সিলভা ৩৮ বলে ২টি ছয় ১টি চারে ৩৭ রান করেন। বাকিদের মধ্যে কেউ সেভাবে দাঁড়াতে পারেননি।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে সফল স্বর্ণা আক্তার। ১০ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রাবেয়া। রাবেয়া ৯ ওভারে ৩৯ রানে নিয়েছেন ২ উইকেট।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর