Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত-পাকিস্তান ফাইনাল: পাকিস্তান বিনা উইকেটে ৫০

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৯ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৫

এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের শুরুটা হয়েছে দুর্দান্ত। ওপেনার শাহিবজাদা ফারহানের দারুণ ব্যাটিংয়ে বিনা উইকেটে অর্ধশতক পার হয়েছে পাকিস্তানের ইনিংস।

ইনিংসের সপ্তম ওভারে পঞ্চাশ পেরিয়েছে পাকিস্তানের ইনিংস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেটে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৬৪ রান। ওপেনার শাহিবজাদা ফারহান ৩৩ বলে ৪৭ রানে অপরাজিত। তার সঙ্গে ১৫ রানে ব্যাট করছেন ফখর জামান।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাইতে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমাণাত্মক খেলেছেন পাকিস্তান ওপেনার শাহিবজাদা ফারহান।

বিজ্ঞাপন

পাকিস্তানের অপর ওপেনার ফখর জামান ক্রিজে উইকেট ধরে রাখার কাজটা করেছেন। আর অন্য প্রান্ত থেকে শাহিবজাদা রীতিমতো ব্যাটে ঝড় তুলেছেন।

জাসপ্রিত বুমরাহ, কুলদ্বীব যাদবদের নিয়ে গড়া ভারতের বোলিং আক্রমণ থামাতে পারেনি ফারহানকে। ৩৩ বলে ৪৭ রানের ইনিংস খেলার পথে ফারহান চার মেরেছেন ৫টি, ছক্কা ২টি। ফখর জামান ১৫ বলে ১৫ রান করার পথে চার হাঁকিয়েছেন ১টি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর