Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজও যে কারণে দলে নেই লিটন, একাদশে থেকেও কেন কিপিংয়ে নেই সোহান

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৪

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনাল খেলতে নেমেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সেরা একাদশ নামাতে পারেনি বাংলাদেশ। চোটের কারণে আজও খেলতে নামত পারেননি টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস।

কদিন আগে অনুশীলনে চোট পেয়েছিলেন লিটন। চোটের কারণে গতকাল ভারতের বিপক্ষে খেলতে পারেননি। আজ গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলতে নামতে পারেননি বাংলাদেশ অধিনায়ক।

লিটনের অনুপস্থিতিতে ভারতের ম্যাচের মতো আজও বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক।

লিটনের বদলে একাদশে ডাকা হয়েছে অপর উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে। সোহান দেশের সেরা উইকেটকিপার হিসেবেই পরিচিত। তবে সোহান একাদশে থাকলেও তাকে উইকেট কিপিং করতে দেখা যায়নি।

বিজ্ঞাপন

জানা গেছে, মূলত চোটের কথা চিন্তা করেই কিপিং করছেন না সোহান। কব্জিতে চোট পেয়েছিলেন কিপার ব্যাটার। সুপার ফোরে  তাকে শ্রীলংকা ও ভারতের বিপক্ষে ম্যাচে নাকি দেখা যায়নি সেই কারণেই।

সোহানের চোটের যে অবস্থা তাতে তিনি ব্যাটিংয়ের জন্য ফিট। তবে কিপিং করার বাড়তি চাপ নিতে পারবেন কিনা সেই চিন্তাতেই তাকে রাখা হয়নি উইকেটের পেছনে। পাকিস্তান ম্যাচে বাংলাদেশের হয়ে কিপিং করছেন জাকের আলী অনিক।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর