Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেমিতে শামস-উল-হুদা ও গেন্ডারিয়া


১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২৫

বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলা শেষ। আগামীকাল দুটি সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ষষ্ঠ দিনে জয় পেয়েছে যশোরের শামস-উল হুদা এফএ এবং ঢাকার গেন্ডারিয়া এফএ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিনের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে যশোরের শামস-উল হুদা এফএ। পল্টন ময়দানে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ৫ গোল করে দলটি। কুড়িগ্রাম এফএকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমি ফাইনালে উঠে শামস-উল-হুদা এফএ।

বিজ্ঞাপন

আগের ম্যাচে যশোরের দলটি গোলশুন্য ড্র করেছিল মাগুরার আছাদুজ্জামান এফএর বিপক্ষে। তিন গোল করে ম্যাচ সেরা হয়েছেন যশোরের অন্তু রবিন। অপর দুটি গোল করেন জীবন ও রাব্বি। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সহসভাপতি কনক রায়।

ঢাকার দুই দল কেরানীগঞ্জ এফএ ও গেন্ডারিয়ার মধ্যকার উত্তেজনাপূর্ণ দিনের দ্বিতীয় ম্যাচে গেন্ডারিয়া জয় পায় ৩-২ গোলে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল গেন্ডারিয়া। ম্যাচ সেরা গেন্ডারিয়ার হৃদয় দুই গোল করেন। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডানা।

বসুন্ধরা কিংসের পৃষ্টপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের আয়োজনে নতুন প্রতিভার অন্বেষণে স্লোগান নিয়ে ১২টি একাডেমি দল নিয়ে দেশে এ ধরনের টুর্নামেন্ট প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে।

আগামীকাল প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হবে এমকে গ্যালাকটিকে, সিলেট বনাম এফসি খুলনা। ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হবে শামস-উল-হুদা এফএ বনাম গেন্ডারিয়া এফএ। ম্যাচটি শুরু হবে দুপুর ৩টা ৩০মিনিটে।

বিজ্ঞাপন

অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর