অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন, বল বাই বল
৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০২ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৫১
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল
বাংলাদেশ বনাম ভারত, ভেন্যু: পচেফস্ট্রুম, দক্ষিণ আফ্রিকা
ভারত-১৭৭/১০, বাংলাদেশ ১৭০/৭ (বৃষ্টির কারণে জয়ের জন্য নতুন লক্ষ্য নির্ধারিত হয় ৪৬ ওভারে ১৭০ রান, যা বাংলাদেশ ছুঁয়ে ফেলে ৪২.১ ওভারে।)
বল বাই বল আপডেট….
বাংলাদশ ব্যাটিং ইনিংস
আকবর আলী- ৪২ ও রাকিবুল হাসান- ৯ রান নিয়ে নট আউট। তানজিদ হাসান তামিম (১৭), মাহমুদুল হাসান জয় (৮), তৌহিদ হৃদয় (০), শাহাদত হোসেন (১), শামিম হোসেন (৭), অভিষেক (৫), পারভেজ ইমন (৪৭)।
ওভার ৪৩ (অ্যাঙ্কোলেকর)
৪২.১ বল: রাকিবুলের ব্যাট থেকে ১ রান… বলটা আস্তে করেই ঠেলে দিলেন ডিপ মিড উইকেটের দিকে। আর জয়সূচক রানটি করতে দ্রুত জায়গা বদল করে নিলেন দুই ব্যাটসম্যান। বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন।
ওভার ৪২ (আকাশ সিং)
৪২: ১ রান রাকিবুলের ব্যাটে। গ্লাভসে লেগে অনতি দূরেই গেলো বলটি। কিন্তু ক্যাপ্টেনকে ডেকে জায়গা বদল করে নিলেন।
৪১.৫: ডট বল, অফের বল, একটু বাইরে দিয়ে গেলো খেলার চেষ্টা করলেন না রাকিবুল
৪১.৪: রাকিবুলের ব্যাটে ৪ রান। সজোরে হিট, ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে সীমানার বাইরে।
৪১.৩: ডট বল। অফের বেশ খানিকটা বাইরে দিয়ে বল গেলো। রাকিবুল খেলার চেষ্টা করেও নিজেকে দমিয়ে নিলেন।
৪১,২: ডট বল। রাকিবুল ঠেলে দিলেন, কিন্তু শর্ট মিড উইকেটে ফিল্ডিং হয়ে গেলো।
৪১.১: ১ রান আকবর আলীর ব্যাটে। স্লিপের উপর দিয়ে থার্ডম্যানে বল পাঠিয়ে সহজেই এক রান তুলে নিলেন।
বৃষ্টির কারণে খেলা বন্ধ
ওভার ৪১ (অ্যাঙ্কোলেকর)
৪১.০: ডট বল… সঠিক লাইন লেংথের বল, ক্রিজে দাঁড়িয়ে প্রতিহত করলেন রাকিবুল। মাঠে অল্প অল্প বৃষ্টির ফোঁটা পড়ছে…
৪০.৫: রাকিবুল রক্ষণাত্মক ভঙ্গিমায় বলটি খেললেন ডট বল।
৪০.৪: লং অফে পাঠিয়ে দিয়ে আকবর আলীর ব্যাটে ১ রান
৪০.৩: ডট বল, কাভার অঞ্চলে বল গেলেও সহজেই ফিল্ডিং হয়ে গেলো
৪০.২: ডট বল, সুইপ শট খেলে লেগের দিকে পাঠিয়েছিলেন আকবর। ফিল্ডিং হয়ে গেলো।
৪০.১: ডট বল, ভীষণ রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন টাইগার দলপতি
ওভার ৪০ (যয়সোয়াল)
৪০: সুইপ করে এক্সট্রা কাভার অঞ্চলে পাঠিয়ে আকবরের ঝুলিতে আরও ১ রান
৩৯.৫: ডট বল। ব্যাক ফুটে রক্ষনাত্মক ভঙ্গিমায় খেললেন আকবর আলী
৩৯.৪: আকবর আলী এবার তুলে নিলেন ২ রান, কাভারে বল পাঠিয়ে
৩৯.৩: ডট বল, লেংথের বল সোজা ব্যাট রেখে রক্ষণাত্মক খেলা আকবরের
৩৯.২: কোনাকুনি হিটে স্কয়ার লেগের দিকে বল পাঠিয়ে রাকিবুলের ১ রান
৩৯.১: ডিপ মিড উইকেটে পাঠিয়ে আকবরের ১ রান
ওভার ৩৯ (অ্যাঙ্কোলেকর)
৩৯.০: লং অফে বল পাঠিয়ে আকবর আলীর ব্যাট থেকে যোগ হলো ১ রান
৩৮.৫: ডট বল, ব্যাক ফুটে গিয়ে রক্ষণাত্মক খেললেন আকবর আলী
৩৮.৪: স্কয়ার লেগের দিকে বল ঠেলে দিলেন। ফিল্ডিং হয়ে গেলো। ডট বল
৩৮.৩: ডট বল। সুইপ করে স্কয়ার লেগের দিকে পাঠালেন আকবর আলী, কোনও রান নয়।
৩৮.২: ২ রান আকবর আলীর ব্যাট থেকে। সজোরে মারলেন। ফাইন লেগ থেকে ফেরত পাঠানো আগে দুইবার জায়গা বদল
৩৮.১: ডট বল। বাউন্সার ছিলো। সাবধানে খেললেন আকবর আলী।
ওভার ৩৮ (আকাশ সিং)
৩৮.০: ডট বল। পুরো লাইন লেংথের বল। সাবধানে ঠেকালেন রাকিবুল।
৩৭.৫: সামনে ঠেলে দিয়ে রান নেওয়ার চেষ্টা করেও দুজনই ফিরে গেলে নিজ নিজ ক্রিজে… ডট বল
৩৭.৪: বাই রান থেকে এলো ৪ রান, টেনিস বল বাউন্সের মতো উঠে গেলো বলটি
৩৭.৩: আকবরের ব্যাটে ১ রান বাড়লো ডিপ স্কয়ার লেগে বল পাঠিয়ে।
৩৭.২: ডট বল… দেখে শুনে খেললেন আকবর, রক্ষণাত্মক ভঙ্গিমা।
৩৭.১: ডট বল। লেংথের বল। কাভারের দিকে ঠেললেন আকবর আলী। ফিল্ডিং হয়ে গেলো।
ওভার ৩৭ (কার্তিক তিয়াগী)
৩৭.০: ডট বল… স্ট্যাম্প বরাবর বল। আস্তে করে খেলে কাভারের দিকে পাঠালেন রাকিবুল। তিয়াগীর ১০ম ওভার শেষ হলো
৩৬.৫: ১ রান আকবর আলীর ব্যাটে। মিড অফে বল ঠেলে দিকে রানটি তুলে নিলেন তিনি।
৩৬.৪: অসাধারণ ফিল্ডিং যয়সোয়ালের… ডট বল। কাভারে সজোরে হাকালেও রান এলো না। মাঝপথেই আটকে গেলো বল।
৩৬.৩: ডট বল। কাভারের দিকে খেলেছিলেন আকবর। ফিল্ডিং হয়ে গেলো।
৩৬.২: কাভারের ডান দিকে বল ঠেলে দিয়ে ১ রান রাকিবুলের
৩৬.১: ডট বল। সজোরে হাকালেও তা সরাসরি বোলারের হাতে।
ওভার ৩৬ (আকাশ সিং)
৩৬.০: ডট বল। আবারও পয়েন্টের দিকে বল পাঠালেও সহজেই ফিল্ডিং হয়ে গেলো।
৩৫.৫: ডট বল। পয়েন্টের দিকে বল। ফিল্ডিং হয়ে গেলো।
৩৫.৪: গালি অঞ্চল ফাঁকা থাকায় সেদিকে বল পাঠিকে রাকিবুলের ১ রান
৩৫.৪: ওয়াইড বল থেকে আরও একটি রান বাংলাদেশের
৩৫.৪: ওয়াইড বল থেকে আর একটি রান
৩৫.৩: ডট বল, দারুণ লাইন লেংথ ছিলো এই বলে। রাকিবুল কোনও ঝুঁকিই নিলেন না।
৩৫.৩: ওয়াইড বল থেকে বাড়লো ১ রান
৩৫.২: ডট বল। ঝুকি ছিলো, তবে সাবধানে খেললেন রাকিবুল।
৩৫.১: ডট বল, মোকাবেলায় রাকিবুল। অফের বাইরের বল সাবধানে ছেড়ে দিলেন রাকিবুল।
ওভার ৩৫ (কার্তিক তিয়াগী, মেইডেন ওভার)
৩৫:০: ডট বল। অফের বাইরের বল খেলার চেষ্টা ছিলো না আকবর আলীর।
৩৪.৫: ডট বল। অফের বাইরে দিয়ে বল চলে গেলো কিপারের হাতে।
৩৪.৪: দেখে শুনে ছাড়লেন আকবর আলী… ডট বল
৩৪.৩: ইয়র্কার ধরনের বল ছিলো। মিড অনে পাঠালেও ফিল্ডিং হয়ে গেলো। ডট বল।
৩৪.২: ডট বল। সাবধানে খেললেন আকবর আলী
৩৪.১: ডট বল। অফের বাইরে থেকে বল আকবর আলী খেলার চেষ্টা করলেন, ব্যাটে বলে হলো না।
ওভার ৩৪ (বিষ্ণয়, মেইডেন ওভার)
৩৪.০: ডট বল। রাউন্ড দ্য উইকেট ডেলিভারি ছিলো। রাকিবুল ব্যাট চালালেও গড়িয়ে বল গিয়ে পড়লো বোলারের হাতেই।
৩৩.৫: ডট বল। মাটি কামড়ে বল গেলো স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে।
৩৩.৪: ডট বল। অফের বাইরে থেকে বল গেলো। খেলার চেষ্টা বৃথা।
৩৩.৩: ডট বল। গুগলি বল। সুইপ করার চেষ্টা ছিলো রাকিবুলের কিন্তু সম্ভব হলো না।
৩৩.২: ডট বল। দেখে শুনে রক্ষণাত্মক ব্যাটিং রাকিবুলের।
৩৩.১: ডট বল। হাফ ভলি থেকে খেললেন। কিন্তু মাটি ছুয়ে বল ফিল্ডারের হাতে।
ওভার ৩৩ (কার্তিক তিয়াগী, মেইডেন ওভার)
৩৩.০: ডট বল, অফের বাইরের বল। দেখেশুনে ছেড়ে দিলেন আকবর আলী
৩২.৫: ডট বল। শর্ট লেংথের বল। ক্রিজে থেকে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন আকবর।
৩২.৪: অফের বাইরের বল। দেখেশুনে ছাড়লেন আকবর, ডট বল
৩২.৩: ডট বল। একটু বাউন্স করলেও, নিজেকে সামলালেন আকবর আলী। বল কিপারের গ্লাভসে।
৩২.২: দেখে শুনে খেললেন আকবর ডট বল। বলটা লেংথে ছিলো। সোজা রক্ষণাত্মক ভঙ্গিমা, টাইগার দলপতির।
৩২.১: ডট বল। অফের বাইরের বল। খেলার চেষ্টা করতে গিয়েও থেমে গেলেন আকবর আলী
ওভার ৩২ (যয়সোয়াল)
৩২.০: এক্সট্রা কাভারের দিকে উড়িয়ে মেরে আউট হয়ে গেলেন পারভেজ হোসেন ইমন, আকাশ সিংয়ের তালুবন্দি।
৩১.৫: ডট বল। লেংথের বল, সোজা রক্ষণাত্মক ব্যাট চালালেন ইমন।
৩১.৪: ডট বল। অফের বাইরের বল, খেলার হাতছানি ছিলো কিন্তু খেললেন না।
৩১.৩: সুইপার কাভারের দিকে ঠেলে ইমনের ১ রান।
৩১.২: এক্সট্রা কাভারে ঠেলে আকবরের ব্যাটে ১ রান।
৩১.১: ডট বল। সোজা ব্যাট চালিয়ে রক্ষাণাত্মক ভঙ্গিমা ইমনের।
ওভার ৩১ (রবি বিষ্ণয়)
৩১.০: ডট বল। দারুন স্পিন, অফ থেকে ঘুরে ভেতরে ঢুকে পড়া বল, আস্তে ঠুকলেও স্লিপে ফিল্ডিং হয়ে গেলো।
৩০.৫: কাভারের দিকে ঠেলে দিয়ে ১ রান তুলে নিলেন ইমন।
৩০.৪: ডট বল। আরেকটি গুগলি। অফের অনেকটা বাইরে থেকে বলটি চলে গেলো। খেলার চেষ্টা ছিলো না।
৩০.৩: লেগের দিকে বল পাঠালেন ইমন। ফিল্ডিং হয়ে গেলো। ডট বল।
৩০.২: দারুণ শটে ৪ রান তুলে নিলেন ইমন। গুগলি বল ছিলো কিন্তু স্লিপ থেকে শর্ট থার্ড ম্যান হয়ে মাঠের বাইরে।
৩০.১: ডট বল। স্ট্রেইট ফরোয়ার্ড বল। রক্ষণাত্মক খেললেন ইমন।
ওভার ৩০ (যয়সোয়াল)
৩০,০: ডিপ থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি হাকালেন আকবর আলী। ৪ রান
২৯.৫: ডট বল। লেংথের বল। পয়েন্টের ফিল্ডারের হাত গলিয়ে থার্ডম্যান থেকে ফিল্ডিং
২৯.৪: ১ রান ইমনের ব্যাট থেকে। ওয়াই মিড-অফে পাঠিয়েছিলেন। সহজেই জায়গা বদল।
২৯.৩: ডট বল। অফের বাইরের বল। খেলার চেষ্টা ছিলো না।
২৯.২: ইমনের ব্যাটে ১রান, ওভার থ্রোতে আরও ১ রান। স্কয়ার লেগের দিকে পাঠিয়েছিলেন বল। নন স্ট্রাইকার এন্ডে বল ওভার থ্রো হলে এলো আরেকটি রান।
২৯.১: ১ রান আকবর আলীর ব্যাট থেকে। কাভারের দিকে বল ঠেলে রানটি তুলে নিলেন তিনি।
ওভার ২৯ (বিষ্ণয়- মেইডেন ওভার)
২৯.০: ডট বল। গুগলি বল, ব্যাটকে ফাঁকি দিয়ে কিপারের গ্লাভসে।
২৮.৫: ডট বল। খাটো লেংথে বল ঘুরে ফ্ল্যাট হয়ে গেলো ব্যাটে বলে হলো না।
২৮.৪: ডট বল। এটিও একটি গুগলি। ব্যাটে বলে করা সম্ভব হলো না।
২৮.৩: ডট বল। আবার গুগলি। ছেড়ে দিলেন ইমন।
২৮.২: ডট বল। গুগলি। সুবিধা করতে পারলে না ইমন।
২৮.১: ডট বল। গুগলি। খেলতে চেষ্টা করেছিলেন কিন্তু সম্ভব হলো না।
ওভার ২৮ (কার্তিক তিয়াগী)
২৮.০: ডট বল। স্ট্রেইট বলে স্ট্রেইট ব্যাট চালালেন। রক্ষণাত্মক ভঙ্গিমা।
২৭.৫: ডট বল। পয়েন্ট অঞ্চলে ঠেলে রান নেওয়ার চেষ্টা আকবরের কিন্তু ইমনের ইশারায় ফিরে গেলেন দুই ব্যাটসম্যানই নিজেদের জায়গায়।
২৭.৪: ১ রান ইমনের ব্যাট থেকে। কাভারে ঠেলে দিলেন ইমন। সহজেই জায়গা বদল।
২৭.৩: ডট বল। শর্ট বাউন্সার ডেলিভারি ছিলো। শরীরের উপরের দিক বরাবর উঠে আসা বলটি নুইয়ে যেতে দিলেন উইকেট কিপারের হাতে।
২৭.৩: ওয়াইড বল থেকে আরও একটি অতিরিক্ত রান
২৭.২: দারুণ লাইন লেংথ… রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন। ডট বল
২৭.১: ডট বল। মিড অফের দিকে পাঠিয়েছিলে ইমন। ফিল্ডিং হয়ে গেলো সহজেই।
ওভার ২৭ (আকাশ সিং)
২৭.০: ওয়াইড বলে ব্যাট চালালে উঠে গিয়ে তা থার্ড ম্যান অঞ্চলে পড়ে। ফিল্ডার ছিলো না। ১ রান ইমনের
২৬.৫: সজোরে মারলেন ওয়াইড মিড-অফ থেকে বাউন্ডারি পার। চার রান ইমনের ঝুলিতে
২৬.৪: ডট বল। টেনিস বল বাউন্সটি খেলার চেষ্টা করলেন না ইমন।
২৬.৪: ওয়াইড বল থেকে আরও একটি রান
২৬.৩: সজোরে হাকালেন ইমন, এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে অসাধারণ ড্রাইভ করা বলটি সীমানার বাইরে। ৪ রান
২৬.৩: ওয়াইড বল থেকে আরও ১ রান
২৬.২: আকবর আলী ঠেললেন ডিপ মিড উইকেটের দিকে, ১ রান
২৬.১: ইমনের ব্যাটে ১ রান, পয়েন্টে এলাকায় ঠেলে দিয়ে
ওভার ২৬ (কার্তিক তিয়াগী)
২৬.০: ডট বল। খাটো লেংথের বল। খেলতেই পারলেন না আকবর আলী
২৫.৫: আকবর আলী তুলে নিলেন ২ রান। ব্যাটের কোনায় লাগলেও ফার্স্ট স্লিপের উপর দিয়ে থার্ড ম্যানে পড়লো।
২৫.৪: ডট বল। মিড অনে পাঠিয়েছিলেন। ফিল্ডিং হয়ে গেলো।
২৫.৩: ১ রান ইমনের ব্যাটে। সামান্য ওয়াইড ছিলো বলটি, ইমন খেললেন ফিপ থার্ডম্যানের দিকে ফিল্ডিং হলো।
২৫.২: ডট বল। পয়েন্টের দিকে ঠেলে দিলেন। ফিল্ডিং হয়ে গেলো।
২৫.১: ডট বল। সোজা বল। ঠেকিয়ে খেললেন ইমন।
পানি পানের বিরতি
ওভার ২৫ (সুশান্ত মিশ্র)
২৫.০: ডট বল। হালকা করে মিড-অনের দিকে ধাক্কা। সহজেই ফিল্ডিং।
২৪.৫: ডট বল। অফের বাইরে থেকে একটু উঁচুর বল। খেলার চেষ্টা ছিলো না।
২৪.৪: সাবধানে খেললেন আকবর… বলটিকে সোজা পাঠিয়ে দিলেন বোলারের কাছে। ডট বল।
২৪.৪: ওয়াইড বল থেকে আরও ১ রান
২৪.৪: ওয়াইড বল থেকে ১ রান
২৪.৩: ডট বল। অফ সাইডের বাইরের বল, ছেড়ে দিলেন আকবর আলী।
২৪.২: লেগ বাই থেকে ১ রান। বল ছুটে গিয়েছিলো স্কয়ার লেগের দিকে।
২৪.১: ডট বল, অসাধারণ লাইন লেংথ, দেখে শুনে খেললেন ইমন। বোলারের হাতে বল।
ওভার ২৪ (অ্যাঙ্কোলেকর)
২৪.০: আকবরের ব্যাটে ৪ রান। স্ট্যাম্পের সামনের বল সুইপ করে শর্ট ফাইন লেগ এলাকা থেকে পাঠিয়ে দিলে সীমানার বাইরে।
২৩.৫: ডট বল। স্ট্যাম্পের ওপর বল। সাবধানে ব্যাট চালিয়ে পাঠিয়ে দিলেন বোলারের হাতে।
২৩.৪: ইমনের ব্যাটে ১ রান। স্কয়ার অঞ্চলে বল পাঠিয়ে সহজেই তুলে নিলেন রানটি।
২৩.৩: ডট বল, অসাধারণ ফিল্ডিং এক্সট্রা কাভার অঞ্চলে।
২৩.২: ডট বল। এক্সট্রা কাভার অঞ্চলে ফিল্ডিং।
২৩.১: ডট বল। অফের বাইরে থেকে একটু উঁচু বল কিপারের গ্লাভসে।
ওভার ২৩ (সুশান্ত মিশ্র)
২৩.০: উড়িয়ে মারলেন অভিষেক, এবং আউট, স্কয়ার লেগে ক্যাচ নিলেন কার্তিক তিয়াগী
২২.৫: ক্যাচ ড্রপড…. ডট বল। বলটি গিয়ে সরাসরি পড়ে তিলক ভার্মার হাতে। কিন্তু তালুবন্দি করতে ব্যর্থ হন তিনি।
২২.৪: অভিষেকের বাউন্ডারি মার, ৪ রান। খাটো লেংথের বলটিতে আঘাত হানতে মোটেই সময় নেননি।
২২.৩: ব্যাকওয়ার্ড পয়েন্টে বলটি উঠলেও ক্যাচ মিস… ডট বল
২২.২: লং লেগ অঞ্চলে ঠেলে দিয়ে ১ রান আকবরের
২২.১: ডট বল। স্ট্যাম্প বরাবর বলটি সাবধানে ঠেকালেন আকবর আলী।
ওভার ২২ (বিষ্ণয়)
২২.০: ডট বল, এলবিডব্লিউ’র আবেদন
২১.৫: ডট বল। গুগলি ছিলো, খেলার চেষ্টা ছিলো না অভিষেকের।
২১.৪: আরো একবার বের করলেন ১ রান আকবরের ব্যাটে।
২১.৩: ফাইন লেগ দিয়ে আকবরের আরেকটি বাউন্ডারি হিট ৪ রান
২১.২: অফের বাইরের বল সহজেই কাভার অঞ্চল দিয়ে বের করে দিলেন আকবর, সীমানার বাইরে ৪ রান
২১.১: ১ রান অভিষেকের ব্যাটে
ওভার ২১ (সুশান্ত মিশ্র)
২১.০: ডট বল। অফের বাইরের বল, খেলার চেষ্টা ছিলো না।
২০.৫: ডট বল। একটু দূরের বল, খেলার চেষ্টা করলেন না আকবর আলী।
২০.৪: ডট বল। অফ থেকে বেরিয়ে গেলো, খেললেন না
২০.৪: ওয়াইড বল থেকে ১ রান
২০.৪: ওয়াইড থেকে ১ রান
২০.৩: ডট বল। ওয়াইড অফের বল, খেলার চেষ্টা ছিলে না।
২০.২: অভিষেক ক্রিজে ডট বল। খাটো লেংখের বলটি না খেলে ছাড়লেন আকবর আলী।
২০.১: উড়িয়ে মারলেন শামিম এবং আউট। সুইপার কাভার থেকে দৌড়ে বাউন্ডারি লাইনে তালুবন্দি করলেন বলটি।
ওভার ২০ (অ্যাঙ্কোলেকর)
২০.০: আকবর আলি হাকালেন ছক্কা।
১৯.৫: ডট বল। বলটি টাইট ছিলো, সোজা বোলারের দিকে পাঠিয়ে দিলেন।
১৯.৪: ডট বল। সোজা বোলারের দিকে পাঠালেন।
১৯.৪: ওয়াইড বল থেকে ১ রান, লেগ বাই ৪ রান, মোট ৫
১৯.৩: ডট বল। সোজা বোলারের দিকে পাঠালেন।
১৯.২: ডট বল। কাভারের দিকে পাঠিয়ে দিলেও ফিল্ডিং হয়ে গেলো সহজেই।
১৯.১: শামিমের ব্যাটে ১ রান। কাভারের দিকে বল পাঠিয়ে সহজেই তুলে নিলেন রানটি।
ওভার ১৯ (বিষ্ণয়)
১৯.০: সজোরে হিট, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে ফিল্ডিং হলেও ১ রান শামিমের ব্যাটে
১৮.৫: ডট বল। হাত উঁচিয়ে বলটি যেতে দিলেন, কিপারের গ্লাভসে।
১৮.৪: ডট বল। মিড-অফে বল গেলেও ফিল্ডিং হয়ে গেলো।
১৮.৩: ডট বল। শর্ট মিড উইকেটে বল এবং সহজ ফিল্ডিং
১৮.২: খাটো বল, স্লিপের ভেতর দিয়ে ঠেলে ১ রান আকবরের
১৮.১: শামীমের হিটে ১ রান। স্লিপে ফিল্ডারদের মধ্য দিয়ে গড়িয়ে গেলো বলটি।
ওভার ১৮ (তিয়াগী)
১৮.০: মিস ফিল্ডিং ১ রান শামিমের ব্যাটে। পাঠিয়েছিলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে।
১৭.৫: ডট বল। লেংথের বল, রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন শামীম।
১৭.৪: ২ রান শামিমের ব্যাট থেকে। লেগ সাইড সুইপার খেললেন, ফলে দুবার জায়গা বদল।
১৭.৩: ডট বল। সামান্য উঁচু বলটি খেলার চেষ্টা কিন্তু বল কিপারের গ্লাভসে।
১৭.৩: ওয়াইড থেকে ১ রান।
১৭.২: ডট বল। ব্যাকফুটে হিট। এক্সট্রা কাভার অঞ্চলে ফিল্ডিং।
১৭.১: মিসিং মিসিং মিসিং… ডট বল। লেগের বলের বাইরের বলটি খেলতেই পারলেন না শামীম।
ওভার ১৭ (বিষ্ণয়)
১৭.০: ১ রান শামিমের ব্যাটে। শর্ট কাভারে ঠেলে দিয়ে রানটি তুলে নিলেন।
১৬.৫: ডট বল। কাভারে সহজ ফিল্ডিং
১৬.৪: ডট বল। নিজেই বোলারের দিকে পাঠিয়ে দিলেন শামীম।
১৬.৩: ডট বল। অফের বাইরের বল। খেলার চেষ্টা ছিলো না।
১৬.২: ডট বল। শর্ট মিড উইকেটের দিকে বল ফিল্ডিং হয়ে গেলো।
১৬.১: স্ট্যাম্পিংয়ের আবেদন… থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত আউট শাহাদত
ওভার ১৬ (আকাশ সিং)
১৬.০: ডট বল। মিড স্ট্যাম্পে বল, খেলে পাঠালেন বোলারের কাছেই।
১৫.৫: ডট বল। খাটো বল, কাভারে ফিল্ডিং হয়ে গেলো।
১৫.৪: ডট বল। অফের বল, খেলার চেষ্টা ছিলো না।
১৫.৩: মিড উইকেটে ঠেলে দিয়ে ১ টি রান শাহাদতের ব্যাটে
১৫.২: ডট বল। উচিয়ে মারার চেষ্টা করেও ব্যর্থ শাহাদত
১৫.১: ডট বল। পয়েন্ট অঞ্চলে সহজ ফিল্ডিং
ওভার ১৫ (বিষ্ণয়)
১৫.০: আকবরের ব্যাটে ২ রান। সুইপ করা বলটি কভার অঞ্চলে ফিল্ডিং হলেও দুবার জায়গা বদল।
১৪.৫: ডট বল। বল প্যাডে লেগে কিপারের হাতে।
১৪.৪: ডট বল। ফ্ল্যাট গুগলি, খেলতে পারলেন না ব্যাটসম্যান।
১৪.৩: ডট বল। কঠিন একটি গুগলি। ব্যাটে লেগে প্যাডে।
১৪.২: ডট বল। বল ঠেকিয়ে ক্রিজেই দাঁড়িয়ে থাকলেন আকবর আলী।
১৪.১: আউট হলেন তৌহিদ হৃদয়, বিষ্ণয়ের গুগলিতে ক্লিন এলবিডব্লিউ।
ওভার ১৪ (আকাশ সিং মেইডেন ওভার)
১৪.০: ডট বল। লেগের বল, ঠেকিয়ে খেললেন।
১৩.৫: ডট বল। স্কয়ার লেগে সহজ ফিল্ডিং
১৩.৪: অসাধারন ইন সুইং, অল্পের জন্য রক্ষা, কিপারের হাতে বল।
১৩.৩: ডট বল। অফের বাইরের বল। এবারও খেলার চেষ্টা ছিলো না।
১৩.২: ডট বল। অফের বাইরের বল। খেলার চেষ্টা ছিলো না।
১৩.১: ডট বল, কট বিহাইন্ডের আবেদন নাকচ।
ওভার ১৩ (বিষ্ণয়)
১৩.০: গুগলি… অফ থেকে বাইরে বেরিয়ে গেলো। ডট বল
১২.৫: গুগলি বলটি বুঝে ওঠার আগেই বোল্ড। প্যাভিলিয়নে ফিরলেন মাহমুদুল হাসান জয়
১২.৪: ডট বল। কাভারের দিকে খেললেন বটে, কিন্তু ফিল্ডিং হয়ে গেলো।
১২.৩: ১ রান ইমনের ব্যাট থেকে। অসাধারণ কাভার ড্রাইফ থেকে এলো রানটি।
১২.২: সীমান্ত এলাকায় ফিল্ডিং ২ রান ইমনের ব্যাট থেকে
১২.১: ডট বল। ব্যাটিংয় পুরোই রক্ষণাত্মক ভঙ্গি।
ওভার ১২ (সুশান্ত মিশ্র)
১২.০: ডট বল। কাভারের দিকে ঠেললেন। কিন্তু ফিল্ডিং হয়ে গেলো।
১১.৫: ডট বল। অফের বাইরের বল, খেলার চেষ্টা ছিলো না।
১১.৪: ফুলটস বলে সজোরে মেরে ৪ রান মাহমুদুলের। পয়েন্ট অঞ্চলের উপর দিয়ে থার্ডম্যান দিয়ে মাঠের বাইরে।
১১.৩: ডট বল, অসাধারণ লাইন অ্যান্ড লেংথ। খেলার চেষ্টা ছিলো না।
১১.২: ডট বল। খেলার চেষ্টাও ছিলো।
১১.১: ডট বল। ব্যাটিংয়ে মাহমুদুল। বলটি আস্তে করে ঠেলে দিলেন বোলারের কাছেই।
ওভার ১১ (বিষ্ণয়)
১১.০: কাভার অঞ্চলে মিস ফিল্ডিং হলেও রান হলো না… ডট বল
১০.৫:ডট বল। গুগলি খেলার সুযোগটাই মিললো না ব্যাটসম্যানের।
১০.৪: ডট বল। গুগলি বলটি বুঝতেই পারলেন না ব্যাটসম্যান
১০.৩: ডট বল। গুগলি বল খেলার সুযোগ মিললো না।
১০.২: ডট বল। প্যাডে লেগে মিড-উইকেটের দিকে, কিন্তু রান নেই।
১০.১: ডট বল। মিড অফে পাঠালেও রান মিললো না।
ওভার ১০ (আকাশ সিং)
১০.০: ডট বল। মিড উইকেটের দিকে ফিল্ডিং হলো।
৯.৫: কাভার ড্রাইভ থেকে সীমানার বাইরে, মাহমুদুল হাসানের ৪ রান
৯.৪: ডট বল, দারুণ লাইন লেংথ ছিলো এই বলেও তলপেটে বল লেগে কিছুটা আঘাত পেলেন মাহমুদুল হাসান জয়
৯.৩: ১ রান ইমনের ব্যাটে। স্কয়ার লেগের দিকে বল পাঠিয়েছিলেন তিনি।
৯.২: ডট বল। শর্ট লেংথের বল হলেও খেলতে পারলেন না ইমন।
৯.১: ডট বল, অসাধারণ লাইন লেংথ। কিপারের হাতে বল।
ওভার-৯ (বিষ্ণয়)
৯.০: ডট বল। গুগলিতে পরাস্ত জয়। তবে অল্পে রক্ষা
৮.৫: হাঁকিয়ে মেরে আকাশে বল তুলে আউট তামিম, বাউন্ডারি লাইনে ক্যাচ ধরলেন তিয়াগী
৮.৪: ডট বল। অফের বাইরে থেকে বেরিয়ে গেলো গুগলিটি।
৮.৩: ডট বল। গুগলিটি কিছুটা ফ্ল্যাট হয়ে অফের বাইরে বেরিয়ে গেলো।
৮.২: অ্যা হিউজ সিক্স, তামিমের ব্যাটে সরাসরি গ্যালারিতে
৮.১: ডট বল, বলটি অফের বাইরে থেকে কিপারের হাতে। তামিম খেলতে পারলেন না।
ওভার-৮ (আকাশ সিং)
৮.০: গুড হিট, ডিপ কাভার থেকে সরাসরি সীমানার বাইরে ৪ রান ইমনের
৭.৫: দারুণ লাইন লেংথ, ডট বল, অফ থেকে বের হয়ে গেলো।
৭.৪: ডট বল। অফের সামান্য বাইরে দিয়ে গেলো, খেলতে পারলেন না।
৭.৩: পয়েন্ট থেকে থার্ডম্যানের দিকে বল। মিস ফিল্ডিং, ১ রান তামিমের
৭.২: ডট বল। ব্যাটসম্যানকে ফাঁকি দিয়ে বল কিপারের গ্লাভসে।
৭.১: ডট বল। খেলার চেষ্টা সজরো কিন্তু ব্যাটে বলে হলো না।
ওভার- ৭ (কার্তিক তিয়াগী)
৭.০: অফের বাইরের বল ছেড়ে দিলেন, ডট বল।
৬.৫: মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন ইমন, ৪ রান
৬.৪: ডট বল। কাভার অঞ্চলে ফিল্ডিং হয়ে গেলো।
৬.৩: ১ রান তামিমের ব্যাটে। মিড অফে ঠেলে দিয়ে সহজেই জায়গা বদল।
৬.২: দারুণ লাইন লেংথ… ডট বল। কাভার পয়েন্টে সহজ ফিল্ডিং
৬.১: ডট বল। কাভার পয়েন্টে ফিল্ডিং।
৬.১: ওয়াইড বল থেকে আরেকটি রান
ওভার- ৬ (আকাশ সিং)
৬.০: ডট বল। ওয়াইডের প্রত্যাশা ছিলো।
৫.৫: উড়িয়ে মেরেছেন ডিম মিড উইকের উপর দিয়ে… ৪ রান ইমনের
৫.৪: ডট বল, ফিল্ডিং হলো শর্ট কাভারে
৫.৩: ডট বল, ফিল্ডিং হলো স্কয়ার লেগ অঞ্চলে
৫.২: ডট বল, লাইন লেংথের বল সাবধানে খেললেন ইমন
৫.১: অসাধারন বল, অফের বাইরে থেকে বেরিয়ে গেলো। খেলার চেষ্টা ছিলো না। ডট বল
ওভার-৫ (তিয়াগী)
৫.০: সজোরে হিট, লেগের দিকে ফিল্ডিং হলো। ১ রান ইমনের
৪.৫: ডট বল। স্কয়ার লেগের দিকে খেলেছিলেন, ফিল্ডিং হয়ে গেলো।
৪.৪: ডট বল। খাটো লেংথের বল। ইমনকে কিছুটা বিপাকে ফেলে কিপারের গ্লাভসে।
৪.৩: ডট বল। মিড অনে পাঠিয়েছিলেন, কিন্তু ফিল্ডিং হয়ে গেলো।
৪.২: ডট বল। বল ছুটেছিলো মিড অফে, কিন্তু রান এলো না।
৪.১: ফাইন লেগের দিয়ে বল পাঠিয়ে তামিমের ব্যাটে ১ রান
ওভার-৪ (সুশান্ত মিশ্র)
৪.০: ডট বল। খেলার চেষ্টা ছিলো না। কিপারের গ্লাভসে বল
৩.৫: লেগ বাই থেকে এলো ১টি রান। প্যাডে লেগে বল চলে যায় থার্ডম্যান অঞ্চলে।
৩.৪: ডট বল, এ পর্যন্ত পাওয়া দুটি ফ্রি হিট থেকে কিছুই মিললো না
৩.৪: নো বল থেকে ১ রান, বাইরান আরও ৪ আর ফ্রি হিট
৩.৩: ডট বল। অফের বাইরে দিয়ে বেরিয়ে গেলো বলটি
৩.২: ফাইন লেগে গড়িয়ে যাওয়া বলে আরেকটি লেগ বাই রান।
৩.১: ডট বল। অফের বাইরে থেকে বেরিয়ে গেলো বল। খেলার চেষ্টা করলেন না।
ওভার-৩ (কার্তিক তিয়াগী)
৩.০: এলবিডব্লিউর আবেদন, আম্পায়ারের নাকচ
২.৫: ডট বল। অফের বাইরে থেকে বেরিয়ে গেলো বলা, খেলার চেষ্টা ছিলো না।
২.৪: ফাইন লেগ অঞ্চলে নো ম্যানস ল্যান্ডে পড়লো উড়িয়ে মারা বল, ইমনের ১ রান
২.৩: ফাইন লেগে ঠেলে দিয়ে ১ রান তামিমের
২.২: ডট বল। সাবধানে রক্ষণাত্মক ভঙ্গিমা।
২.১: ডট বল, সাবধানে খেললেন তামিম, রক্ষণাত্মক ভঙ্গিমা।
ওভার-২ (সুশান্ত মিশ্র)
২.০: কাভারে ঠেলে দিয়ে সীমানার বাইরে… ইমনের ৪ রান
১.৫: ডট বল, দায়িত্বশীল ব্যাটিংয়ে মিড অনে ফিল্ডিং
১.৪: ডট বল। অফের বাইরে দিয়ে বল কিপারের গ্লাভসে।
১.৪: নো বল (ফ্রিহিট)
১.৩: ডট বল, আউট সুইং করে বেরিয়ে গেলো
১.২: ডট বল (পর পর দুটিই বাউন্স বল, খেলার সুযোগ ছিলো না।
১.১: ডট বল (বাউন্সারটি খেলতে পারলেন না ইমন।
ওভার-১ (কার্তিক তিয়াগী)
১.০: মিড উইকেট দিয়ে সীমানার বাইরে ৪ রান তামিমের
০.৫: ডট বল। লেগের বাইরে থেকে বেরিয়ে গেলো বলটি।
০.৪: ডট বল। অফের বাইরে থেকে বেরিয়ে গেলো বল। খেলার সুযোগ ছিলো না।
০.৩: বাউন্ডারি হাকালেন তামিম ৪ রান। পয়েন্ট ও কাভার অঞ্চলের মাঝখান দিয়ে সীমানার বাইরে।
০.২: ৩ রান তুলে নিলেন ইমন, মিড-উইকেটের দিকে বল পাঠিয়ে দিয়ে
০.২: ওয়াইড বল থেকে আরও ১ রান
০.১: ডট বল। হাত উচিয়ে বলটি সহজেই পার করে দিলেন কিপারের গ্লাভসে।
০.১: ওয়াইড বল থেকে ১ রান
ভারতের ব্যাটিং ইনিংস: ভারত ৪৭.২ ওভারে ১৭৭ রান করে অল আউট: ডিভ্যানাশ সাকসেনা (২), তিলক ভার্মা (৩৮), প্রিয়াম (৭), জয়শল (৮৮), সিদ্ধেশ ভীর (০), ধ্রুব জুরেল (২২), বিষ্ণয়: (২), অথরভা আঙ্কোলেকর (৩), কার্তিক তিয়াগী (০), সুশান্ত মিশ্র (৩), আকাশ সিং (১)
ওভার ৪৮ (সাকিব)
৪৭.২: আউট হলেন সুশান্ত মিশ্র… ভারতের ইনিংসের এখানেই শেষ হলো
৪৭.১: ফুলটস বলে হিট, ২ রান সুশান্ত মিশ্রর বলে
৪৭.১: ওয়াইড বল থেকে ১ রান
ওভার ৪৭ (রাকিবুল হাসান, মেইডেন ওভার)
৪৭.০: ডট বল
৪৬.৫: ডট বল
৪৬.৪: ডট বল
৪৬.৩: ডট বল,
৪৬.২: ডট বল
৪৬.১: ডট বল, সরাসরি উইকেট কিপারের হাতে
ওভার ৪৬ (শরিফুল)
৪৬.০: ডট বল
৪৫.৫: ডট বল
৪৫.৪: ডট বল, অসাধারন ইয়র্কার শরিফুলের
৪৫.৩: ডট বল
৪৫.২: আকাশ সিংয়ের ব্যাটে ১ রান
৪৫.১: সুশান্ত মিশ্রর ব্যাটে ১ রান
ওভার ৪৫ (অভিষেক)
৪৪.০: আউট কট বিহাইন্ড হয়ে গেলেন কার্তিক তিয়াগী
৪৪.০: ওয়াইড থেকে ১ রান
৪৪.৫: ডট বল, গালি অঞ্চলে সহজ ফিল্ডিং
৪৪.৪: ডট বল
৪৪.৩: ডট বল
৪৪.২: ডট বল
৪৪.২: ওয়াইড থেকে ১ রান
৪৪.১: আউট হলেন অন্কোলেকর, ক্লিন বোল্ড
ওভার ৪৪ (শরিফুল)
৪৪.০: ডট বল, পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং
৪৩.৫: রান আউট, বাংলাদেশ শিবিরে উচ্ছ্বাস, আউট হলেন অথরভা আঙ্কলেকর
৪৩.৪: কট বিহাইন্ডের আবেদন, আম্পায়ারের না, ডট বল
৪৩.৩: রান আউটের চেষ্টা, ১ রান বিষ্ণয়র ব্যাটে
৪৩.২: ডট বল, সরাসরি উইকেট কিপারের হাতে
৪৩.১: ডট বল
ওভার ৪৩ (রাকিবুল)
৪৩.০: ডট বল
৪২.৫: ১ রান বিষ্ণয়ের ব্যাটে
৪২.৪: ডট বল
৪২.৩. ডট বল
৪২.২: রবি বিষ্ণয় ব্যাটিংয়ে ডট বল
৪২.১: রান আউট (তবে কে তা নির্ধারণের চেষ্টা চলছে/ থার্ড আম্পায়ার জানালেন আউট হয়েছে জুরেল)
ওভার ৪২ (শরিফুল)
৪২.০: ১ রান কাভার ড্রাইভ থেকে
৪১.৫: ডট বল
৪১.৪: লেগ বাই থেকে ১ রান
৪১.৩: ১ রান জুরেলের ব্যাটে
৪১.২: চার রান জুরেলের ব্যাটে
৪১.১: ডট বল
ওভার ৪১ (অভিষেক)
৪১.০: ১ রান জুরেলের ব্যাটে
৪০.৫: ডট বল
৪০.৪: ডট বল
৪০.৩: অথরভা আঙ্কোলেকর ১ রান
৪০.২: অথর্ভ আঙ্কোলেকর ২ রান
৪০.১: জুরেলের ব্যাটে ১ রান
ওভার ৪০ (শরিফুল)
৪০.০: আউট (এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে সিদ্ধেশ ভীর, ০ রানে আউট
৩৯,৫: আউট জয়শল যাচ্ছেন প্যাভিলিয়নে তামিমের তালুবন্দি হয়ে
৩৯.৪: লেগ স্ট্যাম্পের বাইরের বল শট থেকে বাউন্ডারির বাউরে ৪ রান জয়শলের
৩৯.৩: সজোরে হাকালেও বাউন্ডারিতে ফিল্ডিং, ডট বল
৩৯.২: ডট বল, ফিল্ডিং শর্ট লেগে
৩৯.১: ১ রান জুরেলের ব্যাটে
ওভার ৩৯ (অভিষেক)
৩৯.০: ডট বল
৩৮.৫: ডট বল
৩৮.৪: উড়িয়ে মেরেছেন ৪ রান জয়শলের
৩৮.৩: গালি অঞ্চলে ফিল্ডিং ১ রান জুরেলের
৩৮.২: ডট বল, পয়েন্টে ফিল্ডিং
৩৮.১: ডট বল
৩৮.১: ওয়াইড, অতিরিক্ত খাতায় ১ রান
ওভার ৩৮ (শরিফুল)
৩৮:০ ১ রান জয়শল ব্যাটে
৩৭.৫: ঘুরিয়ে মেরেছেন মিড উেইকেটে ফিল্ডিং ১ রান জুরেলের
৩৭.৪: ডট বল
৩৭.৩: নিজেই ফিল্ডিং, ডট বল
৩৭.২: ১ রান জয়শলের ব্যাটে
৩৭.১: ব্যাটিংয়ে জুরেল, ১ রান পয়েন্টে ঠেলে দিয়ে
ওভার ৩৭ (শামীম)
৩৭.০: ১ রান জুরেলের ব্যাটে
৩৬.৫: ডট বল
৩৬.৪: ডট বল
৩৬.৩: ডিপ মিড উইকেটে ফিল্ডিং ২ রান জুরেলের
৩৬.২: শর্ট ফাইনলেগে ফিল্ডিং ১ রান
৩৬.১: ১ রান জুরেলের ব্যাটে
ওভার ৩৬ (রাকিবুল)
৩৬.০: চার হাকালেন জয়শল
৩৫.৫: ১ রান জুরেলের ব্যাটে
৩৫.৪:ডট বল
৩৫.৩: স্কয়ার লেগে পাঠিয়ে ১ রান
৩৫.২: ডট বল
৩৫.১: জুরেলের ব্যাটে ১ রান
ওভার ৩৫ (শামীম)
৩৫.০: ডিপ মিডে ঠেলে ১ রান জুরেলের
৩৪.৫: ১ রান জয়শল
৩৪.৪: এক্সট্রা কাভারে ঠেলে ১ রান জুরেলের
৩৪.৩: ডট বল
৩৪.২: ডট বল
৩৪.১: ১ রান জয়শলের ব্যাটে
ওভার ৩৪ (রাকিবুল)
৩৪.০: ১ রান জয়শলের
৩৩.৫: ডট বল
৩৩.৪: জুরেলর ১ রান
৩৩.৩: ডট বল, কাভারে ফিল্ডিং হয়ে গেলো
৩৩.২: ১ রান জসোয়ালের
৩৩.১: এক্সট্রা কাভার দিয়ে সীমানার জয়শলের ৪ রান
ওভার ৩৩ (সাকিব)
৩৩:০: ডট বল
৩২.৫: ১ রান জয়শলের ব্যাট থেকে
৩২.৪: ডট বল
৩২.৩: মিস ফিল্ডিংয়ে ১ রান জুরেলের)
৩২.২: ১ রান জয়শলের ব্যাট থেকে
৩২.১: ডট বল
ওভার ৩২ (রাকিবুল)
৩২.০: ডট বল
৩১.৫: ডট বল
৩১.৪: ডট বল (ব্যাটিংয়ে ধ্রুব জুরেল)
৩১.৩: আউট হয়ে গেলেন প্রিয়াম, সাকিবের তালুবন্দি হলেন শর্ট লেগে
৩১.২: প্রিয়ামের ব্যাটে ২ রান
৩১.১: ডট বল
ওভার ৩১ (সাকিব)
৩১.০: ডট বল, ফুল টসে হিট, কাভারে ফিল্ডিং
৩০.৫: ডট বল, অফ থেকে বেরিয়ে গেলে উইকেট কিপারের হাতে
৩০.৪: ডট বল
৩০.৩: জসোয়ালের ব্যাটে ২ রান
৩০.২: ১ রান প্রিয়ামের ব্যাটে
৩০.১: মোকাবেলায় প্রিয়াম ফলস স্ট্রোক বাউন্ডারি লাইনে ফিল্ডিং ২ রান
ওভার ৩০ (রাকিবুল)
৩০.০: ১ রান প্রিয়ামের ব্যাটে
২৯.৫: জসোয়ালের ১ রান
২৯.৪: প্রিয়াম গর্গের ১ রান
২৯.৩: ডট বল
২৯.২: প্রিয়াম গর্গ ব্যাটিংয়ে ডট বল
২৯.১: জসোয়াল ব্যাটিংয়ে ১ রান
ওভার ২৯ (সাকিব, উইকেট শিকার)
২৯:০: উড়িয়ে মারলেন, বাউন্ডারি লাইনে কট আউট হলেন তিলক ভার্মা, তালুবন্দি করলেন শরিফুল
২৮.৫: ডট বল
২৮.৪: ১ রান জসোয়ালের
২৮.৩: ডট বল
২৮.২: লং অনের উপর দিয়ে বাউন্ডারির বাইরে ছক্কা জসোয়ালের
২৮.১: তিলক ব্যাটিংয়ে ১ রান
ওভার ২৮ (হৃদয়)
২৮.০: তিলকের ব্যাটে ১ রান
২৭.৫: ডট বল
২৭.৪: ১ রান জসোয়ালের এতে হাফ সেঞ্চুরি তার
২৭.৩: ১ রান তিলকের ব্যাটে
২৭.২: ডট বল
২৭.১: জসোয়ালের ব্যাটে ১ রান
ওভার ২৭ (শামীম)
২৭.০: ১ রান জসোয়ালের ব্যাটে
২৬.৫: ডট বল
২৬.৪: ডট বল
২৬.৩: ২ রান জসোয়ালের ব্যাট
২৬.২: রান তিলকের ব্যাটে
২৬.১: ৪ রান তিলকের ব্যাটে, ডিপ থার্ড ম্যান দিয়ে সীমারার বাইরে
ওভার ২৬ (হৃদয়)
২৬.০ ডট বল
২৫.৫: ১ রান তিলকের ব্যাটে
২৫.৪: এক্সট্রা কাভারে দিয়ে লং অফে ফিল্ডিং ১ রান
২৫.৩: কাভারে ফিল্ডিং ডট বল
২৫.২: ডট বল, পয়েন্টে ফিল্ডিং
২৫.১: ব্যাটিংয়ে তিলক, কাভারে ঠেলে ১ রান
ওভার ২৫ (অভিষেক)
২৫.০: গালিতে ঠেলে ১ রান
২৪.৫: লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে ৪ রান তিলকের
২৪.৪: স্কয়ার লেগে ঠেলে ১ রান জসোয়ালের
২৪.৩: উইকেট কিপারে হাতে বল, ডট
২৪.২: ডট বল,
২৪.১: ডট বল, জসোয়াল ব্যাটিংয়ে
ওভার ২৪ (হৃদয়, ১ রান)
২৪.০: ডট বল
২৩.৫: ডট বল
২৩.৪: ১ রান জসোয়ালের ব্যাটে
২৩.৩: ডট বল
২৩.২: ডট বল
২৩.১: ডট বল, ব্যাটিংয়ে জসোয়াল
ওভার ২৩ (অভিষেক)
২৩.০: ১ রান যসোয়ালের ব্যাটে
২২.৫: হাকিয়ে মারলেন, সীমান্তে ফিল্ডিং, তিলকের ১ রান
২২.৪: ডট বল
২২.৩: থার্ড ম্যানে ফিল্ডিং ১ রান জসোয়ালের
২২.২: ডট বল
২২.১: ডট বল, ব্যাটিংয়ে জসোয়াল
ওভার ২২ (তৌহিদ হৃদয়, অফ স্পিনার)
২২.০: ডট বল
২১.৫: ১ রান জসোয়ালের ব্যাটে
২১.৪: ১ রান তিলকের ব্যাটে
২১.৩: জসোয়ালের ১ রান
২১.২: ১ রান তিলকের ব্যাটে
২১.১: ব্যাটিংয়ে তিলক ভার্মা, ডট বল, নিজের বলে নিজেই ফিল্ডিং)
ওভার ২১ (শরিফুল)
২১.০: ডট বল, আউট করার চেষ্টা ব্যার্থ
২০.৫: ডট বল, ব্যাটের নিচ থেকে উইকেট কিপারের হাতে
২০.৪: ১ রান তিলকের ব্যাটে
২০.৩: ডিপ কাভারে ঠেলে জসোয়ালের ১ রান
২০.২: ঠেলে দিয়ে ১ রান তিলকের
২০.১: ডট বল
ওভার ২০ (রাকিবুল)
২০.০: ১ রান তিলকের ব্যাটে
১৯.৫: ডট বল
১৯.৪: ডট বল
১৯.৩: জসোয়ালের ব্যাটে ১ রান
১৯.২: ডট বল
১৯.১: ডট বল
ওভার ১৯ শরিফুল- ২ রান
১৯.০: ১ রান জসোয়ালের ব্যাটে
১৮.৫: ঠেলে দিয়ে ১ রান তিলকের
১৮.৪: ডট বল, ব্যাটিংয়ে তিলক
১৮.৩: ডট বল
১৮.২: ডট বল শর্ট লেগে ফিল্ডিং
১৮.১: ডট বল, শর্ট ফাইন লেগে ফিল্ডিং
ওভার ১৮ (রাকিবুল)
১৭.৫: ১ রান তিলকের ব্যাটে
১৭.৪: ডট বল
১৭.৩: ডট বল
১৭.২: ডট বল
১৭.১: ১ রান জসোয়ালের ব্যাটে
ওভার ১৭ (শামীম)
১৭.০: ১ রান জসোয়ালের ব্যাটে
১৬.৫: ডট বল
১৬.৪: ১ রান তিলকের ব্যাটে
১৬.৩: বাউন্ডারি হাকালে তিলক ভার্মা ৪ রান
১৬.২: জসোয়ালের ১ রান
১৬.১: উচিয়ে মেরে ৪ রান জসোয়ালের ব্যাটে
ওভার ১৬ (রাকিবুল ২ রান)
১৬.০: ১ রান জসোয়ালের ব্যাটে
১৫.৫: ডট বল
১৫.৪: ডট বল
১৫.৩: তিলকের ব্যাটে ১ রান
১৫.২: ডট বল
১৫.১: ডট বল তিলক ব্যাটিংয়ে
ওভার ১৫ (শামীম ৬ রান)
১৫.০: তিলকের ব্যাটে ১ রান
১৪.৫: ১ রান জসোয়ালের ব্যাটে
১৪.৪: ১ রান তিলকের ব্যাটে
১৪.৩: ১ রান জসোয়ালের ব্যাটে
১৪.২: ১ রান তিলকের ব্যাটে
১৪.১: ১ রান জসোয়ালের ব্যাটে
পানি পানের বিরতি
ওভার ১৪ (রাকিবুল হোসেন, বাঁহাতি স্পিনার)
১৪.০: বাউন্ডারি লাইনে ফিল্ডিং ১ রান জসওয়ালের ব্যাটে
১৩.৫: তিলকের ব্যাটে ১ রান
১৩.৪: ডট বল
১৩.৩: ডট বল
১৩.২: ডট বল
১৩.১: ডট বল ব্যাটিংয়ে তিলক
ওভার ১৩ (অভিষেক ৬ রান)
১৩:০: ১ রান তিলকের বাটে
১২.৫: বাউন্ডারি লাইনে ফিল্ডিং ১ রান জসওয়ালের
১২.৫: ওয়াইড বল থেকে অতিরিক্ত আরেকটি রান
১২.৪: জসোয়ালের ব্যাটে ২ রান
১২.৩: তিলকের ব্যাটে ১ রান
১২.২: কাভারে ফিল্ডিং ডট বল
১২.১: ডট বল
ওভার ১২ মো. শামীম (স্পিনার ১ রান)
১২.০: ডট বল
১১.৫: তিলকের ব্যাটে ১ রান
১১.৪: ডট বল
১১.৩: ডট বল
১১.২: ১ রান জয়সোয়ালের
১১.১: ডট বল, গালিতে ফিল্ডিং
ওভার ১১- অভিষেক ৫ রান
১১:০: তিলক ব্যাটিংয়ে ডট বল
১০.৫: ১ রান জসওয়ালের ব্যাটে
১০.৪: কাভার অঞ্চল থেকে ৪ রান
১০.৩: ডট বল, শর্ট কাভারে ফিল্ডিং
১০.২: ডট বল
১০.১: ডট বল, ব্যাটিংয়ে জসওয়াল
ওভার ১০ (সাকিব ২ রান) পাওয়ার প্লে শেষ হলো
১০.০: মিড উইকেটে ঠেলে ১ রান
৯.৫: খেলার চেষ্টাই করলেন না, ডট বল
৯.৪: ডট বল
৯.৩: স্কয়ার লেগে ঠেলে দিয়ে ১ রান
৯.২: ডট বল, ব্যাট উচিয়ে ছেড়ে দিলেন
৯.১: ডট বল, ব্যাটিংয়ে তিলক ভার্মা
ওভার ৯ (অভিষেক ৬ রান)
৯.০: ডট বল
৮.৫: দুই ফিল্ডারে মাঝ দিয়ে ৪ রান জয়সোয়ালের ব্যাটে
৮.৪: ডট বল
৮.৪: ব্যাটিংয়ে জয়সোয়াল, ওয়াইড বল থেকে ১ রান
৮.৩: ১ রান তিলকের ব্যাটে, পড়ে গিয়ে চোট পেলেন তিলক ভার্মা (খেলায় কিছুটা বিরতি)
৮.২: ডট বল
৮.১: ডট বল, ব্যাটিংয়ে তিলক ভার্মা
ওভার ৮ (সাকিব ৬ রান)
৮.০: দৌড়ে ২ রান নিলেন ব্যাটসম্যানরা, ডিপ স্কয়ার লেগ অঞ্চলে ফিল্ডিং
৭.৫: ডট বল
৭.৪: ঘুরিয়ে মেরে জসওয়ালের ব্যাটে ৪ রান
৭.৩: ডট বল
৭.২: ডট বল
৭.১: ডট বল, জয়সওয়াল ব্যাটিংয়ে
ওভার ৭ (অভিষেক দাস ১ রান ১ উইকেট)
৭.০: ডট বল
৬.৫: ডট বল, নতুন ব্যাটসম্যান তিলক ভার্মা
৬.৪: আউট, সাকসেনা আউট হয়ে গেলেন মাহমুদুল হাসান জয়ের ক্যাচে
৬.৩: ডট বল
৬.২: ডট বল, শর্ট মিড অনে ফিল্ডিং
৬.২: ওয়াইড বল থেকে ১ রান অতিরিক্ত খাতায়
৬.১: ডট বল, গালিতে ফিল্ডিং
ওভার: ৬ (সাকিব ১ রান)
৬.০: ডট বল
৬.০: ওয়াইড বল, অতিরিক্ত আরেকটি রান
৫.৫: ডট বল
৫.৪: ডট বল
৫.৩: ডট বল
৫.২: ডট বল
৫.১: ডট বল
ওভার: ৫- শরিফুল ৩ রান
৫.০: দারুন ফিল্ডিং… ডট বল
৪.৫: ডট বল
৪.৪: ডট বল, গালিতে ফিল্ডিং
৪.৪: ওয়াইড বল থেকে অতিরিক্ত খাতায় আরও ১ রান
৪.৩: জয়সোয়ালের ব্যাটে ১ রান
৪.২: জয়সোয়লের ডট বল
৪.১: সাকসেনার ব্যাটে ১ রান
ওভার: ৪ সাকিব (মেইডেন ওভার)
৪.০: ডট বল
৩.৫: ডট বল, ব্যাটসম্যানকে ফাকি দিয়ে উইকেট কিপারের হাতে
৩.৪: ডট বল
৩.৩: ডট বল, অসাধারণ লাইন অ্যান্ড লেংথ
৩.২: ডট বল, ব্যাট উচিয়ে ছেড়ে দিলেন
৩.১: ডট বল জয়সওয়ালের অল্পে রক্ষা
ওভার-৩ শরিফুল (৪ রান)
৩.০: ডট বল
২.৫: ডট বল
২.৫: ওয়াইড বল থেকে ১ রান
২.৪: জয়সওয়ালের ব্যাটে ১ রান
২.৩: সাকসেনার ব্যাটে ১ রান
২.২: রানের খাতা খুললো ভারত জয়সওয়ালের ব্যাটে ১ রান
২.১: ডট বল
ওভার- ২ তানজিব হাসান সাকিব মেইডেন ওভার
২.০: ডট বল
১.৫: ডট বল
১.৪: ডট বল, উচিয়ে মারার চেষ্টা ব্যার্থ
১.৩: ডট বল, সরাসরি বোলারের হাতে, রান আউটের সম্ভাবনা তৈরি হয়েছিলো
১.২: ডট বল
১.১: ডট বল, খেললেন ডিভ্যানাশ সাকসেনা
ওভার- ১: শরিফুল মেইডেন ওভার
১.০: ডট বল
০.৫: ডট বল, ব্যাট উচিয়ে ছেড়ে দিলেন জাইসওয়াল
০.৪: ডট বল
০.৩: ডট বল, শরিফুলের অসাধারন ডেলিভারি
০.২: ডট বল
০.১: ডট বল, স্ট্রেইট খেললেন ইয়াশভি জাইসওয়াল
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, তাওহিদ হৃদয়, শাহাদত হোসেন, শামিম হোসেন, আকবর আলী (অধিনায়ক), রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং অভিষেক দাস।
ভারতীয় একাদশ: ইয়াশভি জাইসওয়াল, ডিভ্যানাশ সাকসেনা, তিলক ভার্মা, ধ্রুব জুরেল, প্রিয়াম গ্র্যাগ (অধিনায়ক), সিদ্ধেশ ভীর, আথারভা অ্যানকোলেকার, রবি বৈশ্ন্য, শুশান্ত মিশরা, কার্তিক ত্যাগি এবং আকাশ সিং।