Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলে ঝলমল পরিযায়ী পাখিদের দল | ছবি


৯ ডিসেম্বর ২০২৪ ০৯:১০ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১১:৩৪

আবহাওয়া-জলবায়ুর পরিবর্তন, শিকারীদের উৎপাত— সবকিছুর পরও দেশের অন্যান্য বিল-হাওরের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ঝাঁকে ঝাঁকে নেমেছে পরিযায়ী পাখিদের দল।

বিদায়ের পথে থাকা হেমন্তের হিমেল হাওয়ায় ভর করে উঁকি দিচ্ছে শীত। বর্ষপঞ্জিতে এ ঋতুর আগমন না ঘটলেও দেশের উত্তরাঞ্চল রীতিমতো কাঁপছে কনকনে ঠান্ডায়। গত কয়েক দিনে তার রেশ ছড়িয়েছে সারা দেশেই। তবে শূন্যের নিচে নেমে যাওয়া তাপমাত্রার দেশগুলোর তুলনায় বাংলাদেশ উষ্ণ বটে! সেই উষ্ণতার সন্ধানেই ওই সব দেশ থেকে হাজার মাইল পাড়ি দিয়ে দেশের খাল-বিলে এসে আশ্রয় নিয়েছে পরিযায়ী পাখিদের দল, মার্চ-এপ্রিলে গরম তীব্র হতে থাকলে যারা বিদায় নেবে। তিন-চার মাসের জন্য আশ্রয় নেওয়া এসব পাখির আদুরে নাম অতিথি পাখি।

বিজ্ঞাপন

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, সিরাজগঞ্জের হুরা সাগর, পাবনা-নাটোরের চলনবিল, নীলফামারীর নীলসাগর, বরিশালের দুর্গাসাগর— বাংলাদেশে অতিথি পাখিদের সবচেয়ে বড় বিচরণক্ষেত্র এগুলোই। রাজধানীর অদূরে প্রাকৃতিক প্রাচুর্যে ভরপুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও অতিথি পাখির অভয়ারণ্য। হেমন্ত পেরিয়ে শীত আসতে আসতেই সেখানে ভিড় জমিয়েছে অতিথি পাখিরা, কলকাকলিতে মুখরিত করে রেখেছে চারপাশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অতিথি পাখির ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

অতিথি পাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিযায়ী পাখি পাখিদের ওড়াউড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর