শীত নামছে ফুটপাতের বাজারেও | ছবি
২৩ নভেম্বর ২০২৪ ০৮:২৫ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৯:৪৫
প্রথম সপ্তাহ পেরিয়ে চলছে অগ্রহায়ণের দ্বিতীয় সপ্তাহ। দিনের বেলায় রোদের তেজ খুব একটা কম না হলেও বিকেল গড়াতে না গড়াতেই শুষ্কতা আর হিমেল আমেজ ঘিরে ধরতে থাকে। সন্ধ্যা গড়িয়ে রাত নামতে নামতে মনে হয়, শীত তো এসেই গেল! প্রকৃতির মতো করে শীতের ছোঁয়া লেগেছে বাজারেও। বড় বড় দোকান তো বটেই, ফুটপাতেও শীতের কাপড়ের উপস্থিতি বেড়ে গেছে। খুব বেশি জমজমাট না হলেও বেচাকেনাও শুরু হয়ে গেছে।
রাজধানীর বায়তুল মোকাররম ও গুলিস্তান এলাকায় স্থায়ী দোকান ও ফুটপাত জুড়ে বসেছে সোয়েটার, টুপি, কম্বলসহ বাহারি সব শীতবস্ত্রের দোকান। ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
সারাবাংলা/টিআর