Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ মিনারের পবিত্রতা রক্ষায় উদাসীনতা


৯ অক্টোবর ২০২৩ ১৫:২১

কেন্দ্রীয় শহিদ মিনারের পবিত্রতা রক্ষায় উদাসীন নাগরিক সমাজ। গত ২৯ সেপ্টেম্বর বিকেলে তোলা ছ‌বি। একজন বাবা তার দুই শিশু সন্তান‌কে নি‌য়ে মোটরসাই‌কেল চড়ে, জু‌তা পা‌য়ে কেন্দ্রীয় শহিদ মিনা‌রে ঘুরে বেড়াচ্ছেন। কী শিক্ষা তিনি নিজে পেয়েছেন আর কোন শিক্ষাই বা শিশু‌দের মানসপ‌টে এঁকে দিচ্ছেন? শহিদ মিনারের পবিত্রতা ও নিরাপত্তা বিধানে পুলিশ বাহিনীও নি‌য়ো‌জিত। তারাও নির্বিকার, নীরব দর্শক! প্রতিবাদ করলেন কয়েকজন সাংবাদিক ও সংস্কৃ‌তিকর্মী। কিন্তু কোনো ফল হ‌লো না। এটা কি ক্ষমতার দম্ভ নাকি বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন! দেশে আইন আছে কিন্তু প্রয়াগ নেই। বাংলা ভাষা ও সংস্কৃতি এবং ভাষাশহিদ ও ভাষাসংগ্রামী‌দের মর্যাদা রক্ষায় ক‌ঠোর পদক্ষেপ চাই।

বিজ্ঞাপন

ছ‌বি তুলেছেন সংস্কৃ‌তিকর্মী ও সাংবাদিক রতন কুমার দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর