প্রাণসখা তালপাখা
১৮ এপ্রিল ২০১৮ ১৬:৪৯ | আপডেট: ১৮ এপ্রিল ২০১৮ ১৬:৫২
বৈদ্যুতিক পাখা আর শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের আগমনে হারিয়ে যেতে বসেছে তালপাখার কদর। তারপরও পুরোপুরি অপ্রয়োজনীয় হয়ে পড়েনি তালপাখার ব্যবহার। যেখানে বিদ্যুত নেই অথবা গরমে লোড শেডিংয়ের সময় বোঝা যায় এর প্রয়োজনীয়তা।
এরই মধ্যে গরম পড়তেও শুরু করেছে, তাই হাতপাখা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগরা। রাজধানীর বাড্ডা এলাকা থেকে ছবিটি তুলেছেন সারাবাংলার জ্যেষ্ঠ আলোকচিত্রী হাবিবুর রহমান।
সারাবাংলা/এমআই