অল্পের জন্য রক্ষা!
১৮ এপ্রিল ২০১৮ ১৫:০৯ | আপডেট: ১৮ এপ্রিল ২০১৮ ১৫:৪৬
রাজধানীতে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনার হার। প্রতিদিন কোথাও- না কোথাও ঘটছে দুর্ঘটনা। কেউ আহত হচ্ছে, কেউ নিহত। সম্প্রতি রাজীবের মৃত্যু নাড়া দিয়ে গেছে সবাইকে। মঙ্গলবার গোপালগঞ্জে একইভাবে হাত হারায় হৃদয়।
সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জের বেতগ্রাম এলাকায় বাস-ট্রাকের চাপায় পড়ে শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায় তার।
গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বুধবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মোড় ঘোরার সময় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, গাড়িটি সাউথ ইস্ট ব্যাংক উত্তরা শাখার ব্যবস্থাপকের। দুর্ঘটনায় পড়ার সময় তিনি গাড়ির ভেতরেই ছিলেন। গাড়িটি লেকে পড়ে গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটি উদ্ধার করে।
এই ঘটনায় কেউ আহত হননি। গাড়ির মালিক এবং চালক আগেই নিরাপদে পাড়ে উঠে আসেন।
ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
সারাবাংলা/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook