ভালবাসার সুখ ।
১৩ এপ্রিল ২০১৮ ২০:৪৯ | আপডেট: ১৩ এপ্রিল ২০১৮ ২০:৫২
ছবি টা যখন তুলি তখন বাজে সকাল প্রায় ৮ টা ৩০ মিনিট
নগর ভবনের সামনের রাস্তায় ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা, শীর্ষক কর্মসূচিতে অংশ নিতে লক্ষাধিক মানুষ রাস্তায় জড় হয়েছে , চার পাশে মাইকের বিকট আওয়াজ । কিন্তু এই দম্পত্তি তখনো রিকশার মধ্যে গুটিসুটি হয়ে ঘুমচ্ছে , তাদের কানে এই শব্দ মনে হয় পৌছচ্ছে না । সারা রাতের ক্লান্তির ঘুম টা তখনো তাদের কাছে ইন্দ্রতলার তন্দ্রার মত । কখনো কখনো পাশ বদলিয়ে নিয়ে আবার ও ঘুমচ্ছে । রিকশার সামনে গোজা প্লাস্টিকের ফুল হয়তো তাদের ভালোবাসার সুখ কে পরিচয় করিয়ে দিচ্ছে ।
ছবি ও ছবির কথা – আব্দুল্লাহ আল মামুন এরিন