ছবিতে পরিচ্ছন্নতা কর্মসূচি
১৩ এপ্রিল ২০১৮ ১৪:৫২ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৭:০৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: অনুষ্ঠিত হয়ে গেলো ডেটলের পৃষ্ঠপোষকতায় ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা, সাপোর্টেড বাই ডিএমপি অ্যান্ড পাওয়ার্ড বাই জিটিভি’ শীর্ষক প্রতীকী পরিচ্ছন্ন কর্মসূচি। যার মূল উদ্যোক্তা ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
শুক্রবার (১৩ এপ্রিল) সকাল থেকে প্রতীকী এই পরিচ্ছন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন ঢাকা শহরের লাখো জনতা। কর্মসূচির বেশ কিছু ছবি তুলেছেন সারাবাংলার স্পেশাল ফটো করেসপন্ডেন্ট আশীষ সেনগুপ্ত।
‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ কর্মসূচিতে বড়দের পাশাপাশি অংশ নেন স্কুলের শিক্ষার্থীরা
প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচিতে বাদ যাননি নারীরা। তারাও ঝাড়ু হাতে নেমেছেন রাস্তা পরিষ্কারে।
মানুষকে আনন্দ দিতে ছিল এমন আয়োজন।
পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি ছিল স্কাউটদেরও।
মানুষের ঢল নেমেছিল বহুদূর পর্যন্ত
মূল মঞ্চে মেয়র সাঈদ খোকনের সঙ্গে গাজী গ্রুপের চেয়ারম্যান বীরপ্রতীক গাজী গোলাম দস্তগীর এমপি
অন্যদের উৎসাহিত করতে অনুষ্ঠানের আয়োজকরা হাতে নেন ঝাড়ু
এমন উদ্যোগকে সফল করতে সবাই ছিলেন স্বতস্ফূর্ত
শহর পরিষ্কারে সবাই ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ
সারাবাংলা/জেএএম