আগুনরঙা পলাশ বনে ফুল-পাখির মিলনমেলা | ছবি
১৩ ফেব্রুয়ারি ২০২২ ১১:০৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৩:২৫
বাতাসে এখনো শীতের টান। আবহাওয়ার পূর্বাভাসও বলছে, শীতের তীব্রতা ভাঙতে সময় লাগবে আরও কিছুদিন। তবু লালে আগুন পলাশের ডাল। তাতে পাখিদের আনাগোনা আর কলকাকলী বলছে— বসন্ত এসে গেছে। হ্যাঁ, কাগজে-কলমের হিসাবও বলছে, আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু ঋতুরাজ বসন্ত।
মাঘের শেষ বেলায় ফুল-পাখির মিলনমেলা বসেছে রক্তিম পলাশ-শিমুলের ডালে ডালে। কান পাতলে শোনা যায়— বসন্তের আগমনী ঘোষণা করছে কোকিলও। শীতের চাদর মুড়িয়েও বসন্তকে বরণ করতে সব প্রস্তুতিই যেন শেষ প্রকৃতির।
ফাল্গুনের প্রাক্কালে ফুল-পাখির এই মিলনমেলা ক্যামেরাবন্দি করেছেন চট্টগ্রামের সিনেমা প্যালেস এলাকা থেকে শ্যামল নন্দী ও ঢাকার রমনা উদ্যান থেকে সুমিত আহমেদ