রঙিন ঘুড়ি-নাটাই সুতোর বিকিকিনিতে সাকরাইন উৎসবের প্রস্তুতি [ছবি]
১২ জানুয়ারি ২০২২ ১০:১২ | আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১১:১৩
আর মাত্র ২ দিন পরেই সাকরাইন উৎসব। প্রাচীন এই উৎসবকে সামনে রেখে পুরান ঢাকার শাঁখারী বাজারের দোকানগুলোতে ঘুড়ি কেনাবেচার ধুম লেগেছে।
সাকরাইন উৎসব, মূলত পৌষসংক্রান্তি, ঘুড়ি উৎসব নামেও পরিচিত, বাংলাদেশে শীত মৌসুমের বাৎসরিক উদযাপন, ঘুড়ি উড়িয়ে পালন করা হয়। পৌষ ও মাঘ মাসের সন্ধিক্ষণে, পৌষ মাসের শেষদিন সারা ভারতবর্ষে সংক্রান্তি হিসাবে উদযাপিত হয়। তবে পুরান ঢাকায় পৌষসংক্রান্তি বা সাকরাইন সার্বজনীন ঢাকাইয়া উৎসবের রূপ নিয়েছে। বর্তমানে দিনভর ঘুড়ি উড়ানোর পাশাপাশি সন্ধ্যায় বর্ণিল আতশবাজি ও রঙবেরঙ ফানুশে ছেয়ে যায় বুড়িগঙ্গা তীরবর্তী শহরের আকাশ।
রাজধানীর শাঁখারী বাজার ঘুরে ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।