Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোগের ভাগাড়ে | ছবি


১০ ডিসেম্বর ২০২১ ০৭:৩৫ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ১৪:৫৫

ভোগের ভাগাড়, মানুষ-পাখি একাকার

মেগাসিটি ঢাকায় উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন মিলিয়ে দৈনিক প্রায় ছয় হাজার ২৫০ টন বর্জ্য তৈরি হওয়ার কথা জানা যায়। কিন্তু, এখনও আধুনিক-টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে না ওঠায়; মানুষের দৈনন্দিন ভোগের উচ্ছিষ্টগুলো ভয়ংকর বর্জ্য হিসেবে ভাগাড়ে নির্বিচারে জড়ো করা হচ্ছে। সেখানকার দূষিত পরিবেশ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির কারণ হচ্ছে। এমন পরিস্থিতিতে বর্জ্য পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াজাতকরণের (রিসাইকেল) উদ্যোগ নেই বললেই চলে।

বিজ্ঞাপন

আর, বর্জ্যের পাহাড়সম স্তুপের ভেতর থেকে যে স্বল্পসংখ্যক শিশু, নারী, পুরুষ কর্মীর বর্জ্য সংগ্রহের কাজ করছেন তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাস্থ্যঝুঁকির বিষয়টি উপেক্ষিতই থেকে যাচ্ছে।

রাজধানীর কাজলাপাড় এলাকা থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

সারাবাংলা/একেএম

পরিবেশ দূষণ বর্জ্য ব্যবস্থাপনা সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর