২০১৮ থেকে ২০২১— ছোটরা মনে করিয়ে দিচ্ছে বড়দের প্রতিশ্রুতি [ছবি]
২৫ নভেম্বর ২০২১ ২২:০১
ফের ঢাকার রাজপথে শিক্ষার্থীরা। দাবিটা পুরনো— সহপাঠী হত্যার বিচার চাই, নিরাপদ সড়ক চাই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হওয়ায় ফের এই দাবিতে রাজপথে নামতে হয়েছে শিক্ষার্থীদের। রাজধানীর জিরো পয়েন্ট থেকে শুরু করে মতিঝিল, শান্তিনগর, ফার্মগেট, সায়েন্স ল্যাবরেটরি, নীলক্ষেত, আসাদ গেট, উত্তরাসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এদিন নেমেছিল রাজপথে। অবরোধ করেছিল সড়ক।
শিক্ষার্থীদের এই আন্দোলন ফের মনে করিয়ে দিচ্ছে ২০১৮ সালের নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কথা। ওই বছরের ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বেপরোয়া দুই বাসের প্রতিযোগিতার মুখে প্রাণ হারিয়েছিল শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজীব। দুই সহপাঠীর হত্যার বিচার আর নিরাপদ সড়কের দাবিতে সেবারও টানা কয়েকদিন ঢাকার রাজপথ অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকার রাজপথ অবরোধ করা শিক্ষার্থীরাও তিন বছর আগের সেই আন্দোলনের কথা সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছে। তারা বলছে, তিন বছর আগেও আমরা আন্দোলন করেছি। আমাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে, আমাদের বুঝিয়ে রাজপথ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখনো আমাদের সহপাঠীরা সড়কে বেঘোরে প্রাণ হারাচ্ছে। আর কত প্রাণ গেলে সড়ক নিরাপদ হবে শিক্ষার্থীদের জন্য— এমন প্রশ্নই স্কুল-কলেজের শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা বলছে, বড়রা আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা তাদের ওপর আস্থা রেখে রাজপথ ছেড়েছিলাম। বড়রা বলুন, আপনারা কি আপনাদের দেওয়া প্রতিশ্রুতি রেখেছেন?
রাজধানীর জিরো পয়েন্ট এলাকা থেকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের বিভিন্ন মুহূর্তের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
নিরাপদ সড়কের দাবি শিক্ষার্থীদের অবরোধ সড়ক অবরোধ সহপাঠী নিহতের দাবি