পয়লা বৈশাখ ঘিরে ব্যবসায়ীদের ব্যস্ততা
২ এপ্রিল ২০১৮ ১৯:৩৪ | আপডেট: ৩ এপ্রিল ২০১৮ ১১:২৩
আসছে পয়লা বৈশাখ। তার আগে ব্যস্ত সময় কাটাচ্ছে সারাদেশের মৃৎ ও কারুপণ্য নির্মাতারা। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাহারী সব পণ্য আসতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের সামনের দোকানগুলোতে। নতুন বছরে ঘর সাজাতে রাজধানীবাসীর কাছে রয়েছে এসব কারুপণ্যের ব্যাপক চাহিদা। ছবি তুলেছেন সারাবাংলার আলোকচিত্রী সুমিত আহমেদ।
পয়লা বৈশাখ সামনে রেখে দোকানে সাজিয়ে রাখা হয়েছে মৃৎ ও কারু পণ্য।
কুলায় আপনা আকা শেষে শুকাতে দেওয়া হয়েছে।
কুলায় শুভ নববর্ষ লিখতে ব্যস্ত এক শিল্পী।
মাটির তৈরি জিনিসে রঙ শেষে সাজিয়ে রাখা হয়েছে।
লালনের অবয়বে রঙের আচর দেওয়া হচ্ছে।
সারাবাংলা/এমএইচ/এমআই