Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বসন্ত উৎসবে বর্ণিল ঢাকা বিশ্ববিদ্যালয়


২৯ মার্চ ২০১৮ ১৯:২৬
বসন্তের রঙ সবার মনে ছড়িয়ে দিতে ভিন্ন আবহে উৎসব উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। উৎসবে নাচে গানে বর্ণিল হয়ে ওঠে টিএসসি চত্বর। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ উৎসব চলে রাত পর্যন্ত। ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র আলোকচিত্রী হাবিবুর রহমান
দ্বিতীয়বারের মতো বসন্ত উৎসবের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক পরিষদ। সকালে এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমাদ। এ সময় বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরীসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে অধ্যাপক নাসরীন আহমাদ বলেন, বসন্ত ঋতুর রাজা। এ বসন্ত আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে। সবকিছু যেন নতুনভাবে সাজে। পাখির কলকাকলিতে যেন মন ছুঁয়ে যায়। বাঙালির ঐতিহ্যধারণকারী এ অনুষ্ঠান আয়োজন করার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
এবারের আয়োজনে নাট্যজন অনন্ত হীরা, নূনা আফরোজ এবং সঙ্গীতশিল্পী রাহুল আনন্দকে সম্মাননা দেওয়া হয়। এর আগে বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ হন অতিথিরা।
এরপরই সাপ খেলা, নাগরদোলা, পুতুল নাচ, বায়োস্কোপ, বানর নাচ, মোরগ লড়াই, বেলুন শ্যুটসহ নানা ধরনের বাঙালি খাবার ও লোকজ হস্ত ও মৃৎশিল্পের পসরা বসে এ বসন্ত উৎসবে।
সারাবাংলা/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর