গরমে সরগরম তরমুজের বাজার
২০ মার্চ ২০২১ ১৫:২৬ | আপডেট: ২০ মার্চ ২০২১ ১৭:৫৯
চৈত্র মাসের আজ ছয়দিন। প্রকৃতিতে আগুন ঝরানোর প্রস্তুতি চলছে। সেই তীব্র খরতাপে মানুষকে একটু স্বস্তি জোগাতে বাজারে আসতে শুরু করেছে এই মৌসুমের সবচেয়ে জনপ্রিয় ফল রসালো তরমুজ। ভোলা, নোয়াখালী, নাটোর ও ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে তরমুজ আসছে চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারের আড়তগুলোতে। গরমের সঙ্গে সরগরম হয়ে উঠছে ফিরিঙ্গিবাজারের তরমুজের আড়ত। প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৩০০ টাকার মধ্যে। এখান থেকে ক্রয়কৃত তরমুজ নগরীর বিভিন্ন ফলের দোকান ও ভ্যান-ঠেলাগাড়িতে বিক্রি হচ্ছে। ফিরিঙ্গিবাজারে থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী
সারাবাংলা/এএম